ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে স্ত্রী, মেয়ে এবং দুই ছেলেকে গুলি করে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করছেন। একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, ভাদাইনি এলাকার বাসিন্দা রাজেন্দ্র গুপ্ত (৫০) তার স্ত্রী নিতু (৪৫) ও সন্তান নবনেন্দ্র (২৫), গৌরাঙ্গী (১৬), শুভেন্দ্রকে (১৫) হত্যা করে তিনি আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে গৃহপরিচারিকা এসে ঘরের দরজা বন্ধ দেখেন। ডাকাডাকির পর সাড়া না পেয়ে এক পর্যায়ে ঘরে ঢুকে পরিবারের চারজনের গুলিবিদ্ধ দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির কাছেই একটি নির্মাণাধীন বাড়িতে রাজেন্দ্র গুপ্তের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশের কর্মকর্তা গৌরব বানসওয়াল বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা হচ্ছে, পরিবারকে হত্যার পর নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হচ্ছে পারিবারিক বিবাদের কারণে ঘটনাটি ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার
মেহেদী/অমিয়/