ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করে প্রতিবাদের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানী তেল আবিব ও জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেয়।
এ সময় তারা নেতানিয়াহুর বিরুদ্ধে ‘আমরা আরও যোগ্য নেতা চাই’ স্লোগান দেন।
নেতানিয়াহু প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন গ্যালান্ট। তবে গাজায় চলমান যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে নীতিগত দ্বন্দ্ব থাকায় তাকে দায়িত্ব থেকে অবহ্যতি দেওয়া হয়। গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ্।
গ্যালান্ট ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেত্রে কার্যকরি প্রভাব রাখার পাশাপাশি দেশটির কনগ্রেসের অন্যতম প্রভাবশালি ব্যক্তিত্ব। আন্তর্জাতিকভাবেও তাকে সমীহ করা হয়।
বিক্ষোভকারিদের মতে গ্যালান্ট ইসরায়েলের প্রশাসনের সবচেয়ে যোগ্য ব্যক্তিদের একজন । তাকে বরখাস্ত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই ঘটনা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ এই সিদ্ধান্তকে পাগলামি বলে আখ্যায়িত করেছেন। এ ছাড়া হোয়াইট হাউজও সিদ্ধান্তটি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে। সূত্র: বিবিসি
নাইমুর/অমিয়/