ঢাকা ২৮ অগ্রহায়ণ ১৪৩১, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
English

ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম
ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন
ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ আখ্যা দিয়ে আগাম অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা না হলেও আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন এই নির্বাচন ব্যাপক সাড়া ফেলেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানসহ বিভিন্ন দেশের নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

নরেন্দ্র মোদি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনি আপনার আগের মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে জয় পেয়েছেন। আমি ভারত-মার্কিন বিস্তৃত বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও জোরদার করতে আমাদের সহযোগিতা নবায়নের অপেক্ষায় রয়েছি। আসুন, আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।’

এক্স-এ লেখা এক পোস্টে জেলেনস্কি তাদের সাম্প্রতিক আলোচনার কথা স্মরণ করে ট্রাম্পের প্রতি উষ্ণ বার্তা দিয়েছেন। 

তিনি বলেন, ‘গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার দারুণ বৈঠক হয়েছে। সে সময় আমরা ইউক্রেন-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব, বিজয় পরিকল্পনা এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন বন্ধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুও এক্সে একটি উদযাপনমূলক বার্তা পোস্ট করেছেন, ট্রাম্পের প্রত্যাশিত বিজয় সম্পর্কে তার খুশির কথা উল্লেখ করে লিখেছেন, ‘প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে মহান মৈত্রীর প্রতি একটি শক্তিশালী পুনর্ব্যক্ত এনে দেবে। এ এক বিশাল বিজয়!’

হাঙ্গেরির ভিক্টর অরবান এটিকে ‘মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন’ বলে অভিহিত করেছেন। অরবান তার পোস্টে যোগ করেছেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’ বিশ্বের জন্য একটি অতি প্রয়োজনীয় বিজয়!

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ফরাসি ও ইংরেজি উভয় ভাষাতেই অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘অভিনন্দন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়ে তিনি এক্সে লিখেছেন, পারস্পরিক বিশ্বাস, সম্মান ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর ধরে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত।’

সম্প্রতি যুক্তরাজ্য সরকারের দায়িত্ব নেওয়া লেবার পার্টি থেকে নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। 

তিনি লিখেছেন, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। সামনের বছরগুলোতে আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই।’

মাঁখোর দুই মেয়াদে চতুর্থ প্রধানমন্ত্রী হলেন বাইরু

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
মাঁখোর দুই মেয়াদে চতুর্থ প্রধানমন্ত্রী হলেন বাইরু
নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু (বায়ে,) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো। ছবি: সংগৃহীত

ফ্রান্সে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী নেতা ফ্রাঁসোয়া বাইরুকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো। তার শাসনামলে তিনজন প্রধানমন্ত্রী দেখেছে ফ্রান্স। বাইরু হলেন মাঁখোর মেয়াদকালের চতুর্থ প্রধানমন্ত্রী। দেশটির দক্ষিণ-পশ্চিমের মেয়র এবং মধ্যপন্থী মোডেম পার্টির নেতা ফ্রাঁসোয়া বাইরু।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর আগে ৪ ডিসেম্বর দেশটির পার্লামেন্টের ঐতিহাসিক অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেন বর্তমান প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। ফলে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। একদিন পর জাতির উদ্দেশে ভাষণ দেন মাঁখো।

কথা ছিল ভাষণে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন প্রেসিডেন্ট। কিন্তু সেটি হয়নি। এরপর ৯ ডিসেম্বর দেশটির ক্ষমতাসীন দলের নেতারা মাঁখোকে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা দেন। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন তিনি।

বিবিসি জানায়, ফ্রাঁসোয়া বাইরু মাঁখোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী মনোনীত করার আগে বাইরুর সঙ্গে প্রায় দুই ঘণ্টা একান্ত বৈঠক করেন প্রেসিডেন্ট।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এরইমধ্যে অর্ধেক সময় পার করে ফেলেছেন প্রেসিডেন্ট মাঁখো। 

নতুন প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করবেন- এমনটাই আশা করছেন দেশটির সাধারণ মানুষ।

চলতি গ্রীষ্মে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইমানুয়েল মাঁখো। এরপর থেকেই দেশটিতে চলছে রাজনৈতিক অচলাবস্থা। সূত্র: বিবিসি

নাবিল/এমএ/

নাইজারে ৩ মাসের জন্য নিষিদ্ধ বিবিসি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
নাইজারে ৩ মাসের জন্য নিষিদ্ধ বিবিসি
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী হামলার প্রতিবেদন প্রচার করার অভিযোগ এনে নাইজারের সরকার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) নাইজারের যোগাযোগ মন্ত্রী রালিউ সিদি মোহাম্মদ স্থানীয় রেডিও স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন বিবিসির অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দেয়।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছিল যে বুরকিনা ফাসোর সীমান্তের কাছে অবস্থিত সশস্ত্র হামলাকারীরা নাইজারের দুটি গ্রামে ৯০ জনের বেশি সেনা এবং ৪০ জনেরও বেশি সাধারণ মানুষকে হত্যা করেছে। স্থানীয় জনপ্রিয় ভাষা ‘হাউসা’য় এ প্রতিবেদন প্রচারিত হওয়ার পর এমন সিন্ধান্ত নেয় দেশটির সরকার।  

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিবিসি।

বিবিসির সেখানকার জনপ্রিয় অনুষ্ঠানগুলো হাউসা ভাষায় (যা নাইজারে সবচেয়ে বেশি বলা হয়) স্থানীয় রেডিও স্টেশনগুলোর মাধ্যমে নাইজার ও মধ্য আফ্রিকার অন্যান্য জায়গায় সম্প্রচার করে যাতে বড় পরিসরে মানুষ দেখতে পারে।

উল্লেখ্য নাইজার, মালি ও বুরকিনা ফাসো এই তিনটি পাশাপাশি দেশে গত তিন বছরে ফান্স ও পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে সেনা সমর্থিত জান্তা সরকার ক্ষমতায় বসে। এরপর সেখান থেকে পশ্চিমা দেশগুলোর ঘাঁটি ও সৈন্যদের সরিয়ে নেয় ফান্স এবং রাশিয়ার প্রভাব বাড়ে দেশগুলোতে। ইতোমধ্যে রাশিয়ার সেনাঘাঁটিকে স্বাগত জানিয়েছে বুরকিনা ফাসো। 

বার্তা সংস্থা এপি জানিয়েছে, জান্তা সরকার ক্ষমতায় আসার পর গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিরোধী দল-মত শক্তহাতে দমন করার অভিযোগ রয়েছে জান্তাদের বিরুদ্ধে। সূত্র: এপি

মাহফুজ/এমএ/

বাংলাদেশে বাইডেনের কড়া নজর

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
বাংলাদেশে বাইডেনের কড়া নজর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কিরবি।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতের অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

হোয়াইট হাউজ জানায়, বাংলাদেশের পরিস্থিতিতে প্রেসিডেন্টের নজর রয়েছে।

বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা আদায়ের ক্ষেত্রে বাইডেন প্রশাসন তাদের কূটনৈতিক চাপ বজায় রাখবে বলেও জানিয়েছে তারা। 

এ প্রসঙ্গে জন কিরবি বলেন, ‘শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই পরস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা নিশ্চিত করতে দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করছি।’

এর আগে ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরস্থিতি বাধার মুখে পড়ে।

দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনাও ঘটেছে বেশ কিছু। এই পরস্থিতিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে কয়েক দফা আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচারে রাজনৈতিক অস্থরিতা সৃষ্টির আশঙ্কা থাকায় ডিসইনফরমেশন ক্যাম্পেইন ঘোষণা করেছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

হাসিনা পালানোর পর ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। দিল্লি হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কারণে এই বিদ্বেষ আরও তীব্র হচ্ছে। 

ভারতে অবস্থান করে হাসিনা ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার।

এদিকে বুধবার (১১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশকে সমালোচনা করে দেওয়া হাসিনার বক্তব্যে দিল্লির সমর্থন নেই।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতে গিয়ে জন কিরবি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমরা বাংলাদেশের নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। এ বিষয়ে তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। অন্তর্বর্তী সরকার তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বলেই আমি বিশ্বাস করি।’ সূত্র: দ্য গ্লোবাল কাশ্মির

নাইমুর/অমিয়/

ট্রাম্পের অভিষেকে আমন্ত্রিত চীনের প্রেসিডেন্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
ট্রাম্পের অভিষেকে আমন্ত্রিত চীনের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই আমন্ত্রণ অপ্রত্যাশিত ছিল বিশ্লেষকদের কাছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। 

২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ও বাগবিতণ্ডার মধ্যেও এই আমন্ত্রণ আশা করেননি রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিষয়ে ক্যারোলিন বলেন, ‘শুধু মিত্ররাষ্ট্র নয়, যাদের সঙ্গে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, তাদের সঙ্গেও আলোচনার সুযোগ সৃষ্টি করতে ট্রাম্প বদ্ধপরিকর।’ 

তবে এই আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সাড়া দেবেন কি না তা দেখছেন না বিশেষজ্ঞরা।

ওয়াশিংটন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের চীন বিশেষজ্ঞ স্কট কেনেডি বলেন, ‘এটা কূটনৈতিক নাট্যমঞ্চের একটা দৃশ্য ছাড়া আর কিছুই নয়। চীনা প্রেসিডেন্টের কথা বাদই দিলাম, ট্রাম্পের আহ্বানে আগেরবার অন্য দেশের প্রধানরাই আসেননি।’

এই আমন্ত্রণের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং কোনো মন্তব্য করতে সম্মত হননি। 

তবে শি যদি ট্রাম্পের ডাকে সাড়া দেন, সেটা ইতিহাস হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে গত মেয়াদে ট্রাম্প চীনের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থানে ছিলেন। বাণিজ্যযুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রে চীনের পণ্য আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপ করেন তিনি।

কোভিড মহামারির সময় করোনা ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ আখ্যায়িত করে বেইজিংকে মহামারির দায় নিতে বলার পর ট্রাম্প-শি সম্পর্ক আরও বিদ্বেষপূর্ণ হয়।

ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর দুইপক্ষের দ্বন্দ্ব আবারও পুনরুজ্জীবিত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ক্ষমতায় আসার আগেই চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 

এসবের পরও ট্রাম্পের আমন্ত্রণ আলোচনার বিষয়ে তার সদিচ্ছাকে স্পষ্ট করে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘চীনের সঙ্গে এখন ভালো সম্পর্ক আছে। কোভিডের সময় আমার দিক থেকে রেষারেষির সূত্রপাত হয়েছিল এটা সত্যি।’ 

এদিকে বুধবার (১১ ডিসেম্বর) ইউএস-চায়না বিজনেস কাউন্সিলকে পাঠানো এক চিঠিতে সহাবস্থানের আশা প্রকাশ করেন শি জিন পিং। সূত্র: আল-জাজিরা

নাইমুর/অমিয়/

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম
সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের কাজের জন্য বিপজ্জনক দেশের তালিকায় নাম এসেছে বাংলাদেশের। দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় নাম আছে পাকিস্তানেরও। তবে এ বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯টি দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নাম। তৃতীয় অবস্থানে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

‘২০২৪ রাউন্ড আপ’ শীর্ষক প্রতিবেদনে জানানো হয়, এ বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড ৫৪ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে যুদ্ধ বা সহিংসতা চলছে এমন এলাকায়। বিশেষ করে ইরাক, সুদান, মায়ানমার, ইউক্রেন ও গাজার যুদ্ধক্ষেত্রও রয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এ রকম এলাকায় সাংবাদিকদের নিহতের সংখ্যা এবারই সর্বোচ্চ (৫৭ দশমিক ৪ শতাংশ)।

তালিকায় সবচেয়ে বিপজ্জনক বিবেচনায় যেসব দেশের নাম আছে, তার মধ্যে রয়েছে ফিলিস্তিন (১৬ সাংবাদিক নিহত), পাকিস্তান (৭ জন), বাংলাদেশ (৫ জন), মেক্সিকো (৫ জন), সুদান (৪ জন), মায়ানমার (৩ জন), কলম্বিয়া (২ জন), ইউক্রেন (২ জন), লেবানন (২ জন)।

আরএসএফের ডিরেক্টর জেনারেল তিবো ব্রুটিয়েন বলেন, ‘এই সাংবাদিকরা মারা যাননি, তাদের হত্যা করা হয়েছে। যারা বন্দি, তাদের ক্ষমতাসীনরা আটকে রেখেছে। যারা নিখোঁজ, তাদের অপহরণ করা হয়েছে। এসব অপরাধ বেশির ভাগ ক্ষেত্রেই ঘটেছে বিভিন্ন সরকার বা পুরোপুরি দায়মুক্তি পাওয়া সশস্ত্র বাহিনীগুলোর হাতে। এসব ঘটনার বিচার না হওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ মানুষকে তথ্য দেওয়ার জন্য যারা কাজ করছেন, তাদের ওপর হামলা-সহিংসতা ঠেকানোর আহ্বান জানিয়েছেন তিনি।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়, এ বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ছিল গাজা। বিশ্বে এ বছর যত সাংবাদিককে দায়িত্ব পালনের সময় হত্যা করা হয়েছে তার ৩০ শতাংশই ঘটেছে গাজায়, আর তাদের প্রায় সবাইকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আরএসএফের প্রতিবেদনে জানানো হয়, সারা বিশ্বে এখন ৫৫ জন সাংবাদিক জিম্মি অবস্থায় আছেন, তাদের ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক। সবচেয়ে বেশি, প্রায় ৭০ শতাংশ জিম্মি আছেন সিরিয়ায়। এ বছর দুজন সাংবাদিককে অপহরণের ঘটনা ঘটেছে এবং দুটি ঘটনাই ঘটেছে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে। এ ছাড়া ৩৪টি দেশের প্রায় ১০০ জন সাংবাদিক এখনো নিখোঁজ রয়েছেন।

বর্তমানে বিশ্বে কারাবন্দি আছেন ৫৫০ জনেরও বেশি সাংবাদিক। গত বছরের তুলনায় এবার এই হার প্রায় ৭ শতাংশ বেড়েছে। যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারাবন্দি, সেগুলো হচ্ছে চীন (১২৪ জন), মায়ানমার (৬১ জন) ও ইসরায়েল (৪১ জন)। সূত্র: বিবিসি।

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });