ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র সরকার। অভিযোগে বলা হয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের নির্দেশে ওই পরিকল্পনা করা হচ্ছিল।
ওই ব্যক্তির নাম ফারহাদ শাকেরি (৫১)। মূলত তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ট্রাম্পকে হত্যার ছক কষতে। তবে শাকেরিকে আটক করতে পারেনি যুক্তরাষ্ট্র। তিনি বর্তমানে ইরানে আছেন বলে ধারণা করছে তারা। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এ অভিযোগ ভিত্তিহীন।
আদালতের নথি বলছে, ইরানের রেভল্যুশনারি গার্ড সেপ্টেম্বরে শাকেরিকে পরিকল্পনা সাজানোর কাজটি দেয়। সব মিলিয়ে সাত দিনের মধ্যে পরিকল্পনা জমা দিতে বলা হয়েছিল শাকেরিকে। কিন্তু তিনি তা করেননি। পরে ওই পরিকল্পনা স্থগিত করেন রেভল্যুশনারি গার্ডের কর্মকর্তারা।
এ ছাড়া ইরানের সমালোচনাকারী মার্কিন সাংবাদিককে হত্যার জন্য আরও দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে বিচার বিভাগ। তাদের একজন ব্রুকলিনের বাসিন্দা ৪৯ বছর বয়সী কার্লাইল রিভেরা। আরেকজন ৩৬ বছর বয়সী স্ট্যাটেন আইল্যান্ডের বাসিন্দা জোনাথন লোডহল্ট। সূত্র: রয়টার্স, বিবিসি