রাশিয়ার পশ্চিমাঞ্চলের তুলা শহরে একটি রাসায়নিক কারখানায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
শুক্রবার (৮ নভেম্বর) রাত থেকে শনিবার পর্যন্ত এ হামলা চালানো হয়।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) এসব তথ্য জানিয়েছে।
এসবিইউ জানায়, তুলার আলেক্সিনস্কি রাসায়নিক কারখানায় অন্তত ১৩টি ড্রোন আঘাত হানে। এতে কারখানায় বিস্ফোরণ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাদের লক্ষ্য ছিল রাশিয়া যে কারখানাগুলোতে গান পাউডার উৎপাদন করে, সেসব কারখানায় হামলা চালানো।
হামলার পর কারখানার কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসবিইউ।
এসবিইউর একজন কর্মকর্তা জানান, রাশিয়ার সশস্ত্র শক্তি এবং তাদের সামরিক কারখানাগুলোতে তারা এ ধরনের আক্রমণ চালিয়ে যাবে। এতে তাদের দেশের ওপর রাশিয়ার হামলা চালানোর সক্ষমতা কমে যাবে।
হামলার কারণে অ্যালেক্সিনস্কায়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কিছু অংশ এবং ১১০ কেভি পাওয়ার ট্রান্সমিশন লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের।
এই হামলার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এই ভিডিও ফুটেজ যাচাই করেছে।
তাদের দাবি, ইউক্রেন রাশিয়ার রাসায়নিক কারখানায় যে হামলা চালিয়েছে তা সত্য।
এসবিইউ জানায়, এই কারখানায় রাশিয়ার সামরিক বাহিনীর জন্য গোলাবারুদ উৎপাদন করা হতো। আক্রমণের পর তুলা শহরসহ আশপাশের অঞ্চলে অ্যায়ার রেইড অ্যালার্ম বাজানো হয়।
এদিকে রাশিয়ার তুলা শহরের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানিয়েছেন, তাদের প্রতিরক্ষা ইউনিটের কারণে ইউক্রেনের কিছু ড্রোন আক্রমণ প্রতিহত করা হয়েছে। হামলার পরপরই কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: সিএনএন
তাওফিক/পপি/