ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

যুদ্ধ বন্ধে ট্রাম্পের কৌশলী পরিকল্পনা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
যুদ্ধ বন্ধে ট্রাম্পের কৌশলী পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারের সময় জোর গলায় বলেছিলেন, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এ লক্ষ্যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে কার্যক্রম শুরুর আগেই শান্তি আলোচনা শুরু করবেন। ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুসারে কাজও শুরু করে দিয়েছেন। যুদ্ধ বন্ধের উদ্যোগ হিসেবে তার কৌশলী এক পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রস্তাবিত এই পরিকল্পনায় বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে একটি ৮০০ মাইল দীর্ঘ বাফার জোন (নিরপেক্ষ এলাকা) প্রতিষ্ঠা করা হবে। আর এই বাফার জোন প্রতিষ্ঠা করবে ইউরোপীয় ও ব্রিটেনের সেনারা।

অন্যদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত করার পক্ষে ট্রাম্প। ইউক্রেনকে বাইডেন প্রশাসনের মতো একচেটিয়া সামরিক এবং অর্থনৈতিক সহায়তা করার পক্ষে নন তিনি। ট্রাম্পের মতে, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশ এবং সামরিক জোট ন্যাটোর পদক্ষেপ যথেষ্ট নয়। তাদের ভূমিকা আরও বাড়াতে হবে। শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে ইউক্রেন ইস্যু সমাধান করতে চান না তিনি।

ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে যুক্ত এক সূত্র বলছে, ৮০০ মাইল বাফার জোন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি নিরস্ত্রীকরণ এলাকা তৈরি করা হবে। যা ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা কমাতে এবং কূটনৈতিক আলোচনার জন্য কাজে আসবে।

ট্রাম্পের পরিকল্পনা অনুসারে, রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূমি দখল করেছে এবং রুশ বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে যে পরিমাণ অগ্রসর হয়েছে সেখানটাকেই সীমান্ত ধরে বাফার জোন প্রতিষ্ঠা করা হবে এবং ইউক্রেনকে ২০ বছরের জন্য ন্যাটোতে যোগদানের পরিকল্পনা স্থগিত রাখতে হবে।

পরিকল্পনায় আরও বলা হয়েছে, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করবে, যেন রাশিয়া আবারও যুদ্ধ বাধাতে না পারে। যুক্তরাষ্ট্র এই মিশন পরিচালনা বা তদারকিতে কোনো সেনা পাঠাবে না এবং অর্থায়নও করবে না।

ট্রাম্পের এক সহকারী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ‘আমরা প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দিতে পারি, তবে বন্দুকের নল থাকবে ইউরোপীয়দের হাতে। আমরা মার্কিন পুরুষ ও নারীদের ইউক্রেনে শান্তি রক্ষায় পাঠাচ্ছি না। আর আমরা এর জন্য অর্থও ব্যয় করছি না বরং পোল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স এই দায়িত্ব নিতে পারে।’

রাশিয়ার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এবং চুক্তির ওপর জোর দিয়ে আসছেন ট্রাম্প। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়াকে তুষ্ট করার চেষ্টা ইউরোপের আত্মহত্যার নামান্তর হবে। মূলত এই মন্তব্যের মাধ্যমে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনা কঠোরভাবে নাকচ করেছেন তিনি। এখন শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধ কোন প্রক্রিয়ায় থামে তা দেখার বিষয়।

এদিকে ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ব্রায়ান লানজা জানিয়েছেন, চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে রাশিয়ার দখল করা অঞ্চল ফিরিয়ে দেওয়ার দাবি না করে শান্তি অর্জনের দিকে গুরুত্ব দেওয়া উচিত। যদিও বাইডেন প্রশাসন এবং ন্যাটোর অনেকেই ক্রিমিয়া এবং দনবাসের মতো অধিকৃত অঞ্চলগুলোকে ফিরিয়ে আনাসহ ইউক্রেনের সার্বভৌমত্বকে বহাল রাখতে হবে বলে জোর দিয়ে এসেছেন। সূত্র: দ্য টেলিগ্রাফ

সিরিয়ায় অত্যাচারের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে: গোলানি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
সিরিয়ায় অত্যাচারের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে: গোলানি
আবু মোহাম্মেদ আল-গোলানি। ছবি: সংগৃহীত

সিরিয়ায় আসাদ সরকারের পতনের নেপথ্যের নায়ক ও বিদ্রোহীগোষ্ঠীর কমান্ডার আবু মোহাম্মেদ আল-গোলানি অত্যাচারীদের শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। 

বুধবার (১১ ডিসেম্বর) সিরিয়ার একটি রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেলে বিবৃতি দিয়ে এই ঘোষণা দেন তিনি।

আসাদ শাসনের অত্যাচারের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে জানিয়ে জোলানি বলেন, ‘কোনায় লুকিয়ে থাকলেও অপরাধীদের খুঁজে বের করব। যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরও দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করা হবে।’

এদিকে স্বৈরশাসক বাশার আল-আসাদ পালানোর মাধ্যমে সিরিয়ায় ১৩ বছর চলমান গৃহযুদ্ধ থামলেও বেশকিছু রাজনৈতিক জটিলতার মুখে পড়েছেন বিদ্রোহী নেতারা।

পাঁচ দশকের বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসনের কারণে দেশে ব্যাপক অনিয়ম প্রতিষ্ঠিত হয়েছে, ধারণা বিশ্লেষকদের।

এই পরিস্থিতিতে দেশে স্থির পরিবেশ ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের।
 
গোলানির সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) আগে আল-কায়দার সঙ্গে সম্পৃক্ত ছিল। তবে বর্তমান সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করতে হলে অতীতের সব ভুলে তাদের অন্তর্ভূক্তিমূলক সরকার গঠনে মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
   
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল-বশির।

ভঙ্গুর আর্থ-সামাজিক পরিবেশ সামলাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
 
বশির বলেন, ‘রাজকোষে অল্প কিছু সিরিয়ান পাউন্ড অবশিষ্ট আছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই অর্থ প্রায় শূন্যের সমান।’

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থসহায়তার বিষয়ে আলোচনা চলছে, জানান বশির।

১৩ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন কয়েক মিলিয়ন বাসিন্দা। 

এ অবস্থায় সিরিয়ায় স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রায় সবক্ষেত্রেই সংস্কার প্রয়োজন।

তবে এইচটিএস যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশিরভাগ দেশের কাছে ‘জঙ্গী’ সংগঠন হিসেবে স্বীকৃত বলে দুইপক্ষের মধ্যে কতটুকু যোগসংযোগ ঘটবে এ বিষয়ে আশঙ্কার জায়গা রয়েছে।

সিরিয়া থেকে জঙ্গিবাদ প্রত্যাহার করে নতুন নেতৃত্বের কাছে সংখ্যালঘু অধিকার সংরক্ষণ ও মানবিক সহাবস্থান বজায় রাখার আবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন।
 
এ প্রসঙ্গে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘সিরিয়ায় মসৃণ রাজনৈতিক পট পরিবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’ সূত্র: দ্য ডন

নাইমুর/অমিয়/

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত: বিক্রম মিশ্রি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম
শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত: বিক্রম মিশ্রি
ভারতের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির বৈঠক। ছবি: সংগৃহীত

ভারতে বসে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের প্রতি দিল্লি নিরপেক্ষ কূটনৈতিক দৃষ্টিভঙ্গি রাখছে বলেও জানান তিনি।

বুধবার (১১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে এসব কথা বলেন বিক্রম। 

তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার মন্তব্যগুলোতে দিল্লির সমর্থন নেই। 

নির্দিষ্ট কোনো দলের প্রতি দিল্লির সহানূভুতি আছে এমন বক্তব্য পুরোপুরি মিথ্যা বলেও জানান তিনি। 

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনার ভিডিও মেসেজগুলো তার ‘ব্যক্তিগত ডিভাইসের’ মাধ্যমেই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন মিশ্রি। 

শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার কোনো সুযোগ পাবে না জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার নিশ্চয়তা দিয়েছেন তিনি।

সাম্প্রতিক ঢাকা সফরে বাংলাদেশে ‘দুঃখজনক ঘটনার’ বিষয়ে দিল্লির দুশ্চিন্তার বিষয়টি জানিয়েছিলেন। এই সফরে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিক্রম। 

দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশই ভারতের সবচেয়ে কাছে বন্ধু বলে মন্তব্য করেন তিনি।  

বুধবারের আলোচনায় মিশ্রি বলেন, ‘মন্দির ও সংখ্যালঘুর ওপর হামলা কখনোই মেনে নেওয়া যায় না।’ 

এদিকে তবে বাংলাদেশকে নিয়ে কিছু ভারতীয় সংবাদসংস্থার গুজব প্রচার মোকাবিলা করতে অন্তর্বর্তী সরকার ‘ডিসইনফরমেশন ক্যাম্পেইন’ চালু করেছে। সূত্র: দ্য হিন্দু

নাইমুর/অমিয়/

গাজা-সিরিয়ার সংকট নিরসনে মধ্যপ্রাচ্য সফরে বাইডেন প্রশাসন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
গাজা-সিরিয়ার সংকট নিরসনে মধ্যপ্রাচ্য সফরে বাইডেন প্রশাসন
যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। ছবি: সংগৃহীত

গাজা ও সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা নিরসনে কার্যকরী আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে গেছেন বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

বুধবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান মধ্যপ্রাচ্য সফরে গেছেন।

এই সফরের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পটপরিবর্তনের পথ কিছুটা মসৃণ করার পাশাপাশি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরিতি প্রস্তাবের আলোচনার অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
  
জর্ডান সফর শেষে ব্লিঙ্কেন তুর্কি সরকারের সঙ্গে আলোচনায় বসবেন। অন্যদিকে ইসরায়েল, মিশর ও কাতারের সঙ্গেও আলোচনা করবেন সালিভান। 

২০ জানুয়ারি ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে মধ্যপ্রাচ্যে বাইডেনের কিছুটা কার্যকর প্রভাব রেখে যাওয়ার উদ্দেশ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।

এর আগে ৮ ডিসেম্বর আসাদ পরিবারের পাঁচ দশকের বেশি সময়ের স্বৈরশাসন থেকে মুক্তি পায় সিরিয়া। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) আক্রমণের মুখে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
  
এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের পাশাপাশি খোদ যুক্তরাষ্ট্র এইচটিএসকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। তবে আসাদের পতনের পর এইচটিএসকে সঙ্গে নিয়ে সিরিয়ায় মসৃণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে সচেষ্ট যুক্তরাষ্ট্র, জানিয়েছে বাইডেন প্রশাসন।

এ বিষয়ে সফর শুরুর আগে ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময়ই অন্তর্ভুক্তিমূলক সরকারব্যবস্থার পক্ষে। সিরিয়ার পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।’ 

এদিকে গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সমঝোতা বাস্তবায়নের বিষয়টিও এই সফরের আলোচ্য বিষয়।

এই অঞ্চলে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও যুদ্ধে আটক হওয়া বেসামরিক নাগরিকদের মুক্তির উদ্দেশ্যে কাতার ও মিশরের সাহায্য চাইবে বলেন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

অতীতে এ ধরনের আলোচনা খুব একটা ফলপ্রসূ না হলেও এবারের সফর কার্যকর সমাধান নিয়ে আসবে বলে আশা করেছে বাইডেন প্রশাসন। 

এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ‘বিশ্ব হামাসকে রক্ষা করতে এগিয়ে আসবে না, এটা তাদের বোঝোর সময় হয়েছে।’

আরেক প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘যুদ্ধের সমাপ্তি খুব কাছে- এ কথা বলছি না। তবে প্রত্যেক পদক্ষেপই আমাদেরকে শান্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ সূত্র: রয়টার্স

নাইমুর/অমিয়/

শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে থাকছেন, জানতে চেয়েছেন দিল্লির এমপিরা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ এএম
শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে থাকছেন, জানতে চেয়েছেন দিল্লির এমপিরা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বুধবার (১১ ডিসেম্বর) নয়াদিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্স ভবনে ওই ব্রিফিংয়ের সময় দেশটির বিভিন্ন দলের ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এদের মধ্যে অধিকাংশ সদস্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তিনি কোন মর্যাদায় সে দেশে অবস্থান করছেন, সেই সম্পর্কে তারা জানতে চেয়েছেন। 

বুধবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। তবে ওই প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি কী উত্তর দিয়েছেন তা জানায়নি গণমাধ্যমগুলো।

পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ব্রিফিংয়ে অংশ নেওয়া সংসদ সদস্যদের জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকের সময় সে দেশের প্রশাসন দিল্লির সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি পর্যালোচনা করার কথা উল্লেখ করেনি।

একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, ব্রিফ্রিংয়ের সময় বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনা কোন মর্যাদায় দেশটিতে অবস্থান করছেন, সেই সম্পর্কে জানতে চেয়েছেন।

বৈঠক শেষে কংগ্রেসের নেতা সংসদীয় কমিটির প্রধান শশী থারুর বলেন, ‘বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সফরের বিষয়ে তিনি আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন। কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারব না। তবে ২১-২২ জন সংসদ সদস্য সফরের বিষয়ে পররাষ্ট্রসচিবকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন করেছেন। এ সময় তার কাছে অনেক বিষয়ে জানতে চাওয়া হয়। পররাষ্ট্রসচিবও বিস্তারিত সোজাসাপ্টা জবাব দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা যেকোনো ক্ষেত্রে এই ধরনের বিষয়ে সংসদে রিপোর্ট করি। কারণ এটি একটি সংসদীয় কমিটির আনুষ্ঠানিক বিষয় যার জন্য প্রতিবেদন প্রয়োজন।’ সূত্র: এএনআই, আইএএনএস, টাইমস নাউ।

ফেসবুক হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রাট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ এএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
ফেসবুক হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রাট
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও থ্রেডস সেবা বুধবার (১১ ডিসেম্বর) রাতে ব্যাহত হয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ঘণ্টাখানেক ভুগতে হয়েছে। তবে কী কারণে এই সেবা ব্যাহত হয়েছে, প্রাথমিকভাবে তার কারণ জানা যায়নি। 

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার কিছু পর ব্যবহারকারীরা ছবি শেয়ারিং সেবা ও সাইটে ঢুকতে সমস্যায় পড়েন। অনলাইন সেবা বিভ্রাট নিয়ে তথ্য প্রকাশের সাইট ডাউনডিটেকটরের তথ্য অনুযায়ী, বুধবার রাতে বাংলাদেশ সময় রাত ১২টার আগে এই সমস্যা শুরু হয়। এর মধ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাঠানো শুরু করেন ব্যবহারকারীরা। এর মধ্যে ৫৭ শতাংশ অভিযোগ ছিল অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে না পারা নিয়ে, ৩৩ শতাংশ অভিযোগ ওয়েবসাইটে প্রবেশ নিয়ে ও ১০ শতাংশ অভিযোগ ছিল কোনো পোস্ট দেখতে না পাওয়া নিয়ে।

ব্যবহারকারীরা গণমাধ্যমে বলছেন, যারা ডেস্কটপ বা মোবাইলে লগইন করা ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। এরপর আর লগইন করা যাচ্ছিল না। পরে সেখানে এক বার্তায় বলা হয়, ‘ফেসবুক ইজ ডাউন ফর রিকোয়্যার্ড মেনটেইনেন্স রাইট নাউ।’ বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে ধীরে ধীরে ফিরতে শুরু করে মেটার সেবাগুলো। ওই সময়ের মধ্যে ডাউনডিটেকটরে ফেসবুক নিয়ে অভিযোগ আসে এক লাখের বেশি। ইনস্টাগ্রামে বিভ্রাটের কথা বলেছেন ৭০ হাজারের বেশি ব্যবহারকারী ও হোয়াটসঅ্যাপ সেবায় প্রায় সাড়ে ১১ হাজার অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে সাইটটি। এর আগে গত মার্চে বড় ধরনের বিভ্রাটের কবলে পড়েছিল মেটার সেবাগুলো। তার আগে ২০২২ সালের অক্টোবরে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিভ্রাটের কারণে ভোগান্তিতে পড়েন।

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });