মেক্সিকোর কোয়েরেটারো শহরে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) রাতের এই হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রধান নিরাপত্তা কর্মকর্তা হুয়ান লুইস ফেরাসকার তথ্যানুযায়ী, চারজন বন্দুকধারী হঠাৎ পানশালায় ঢুকে গুলি চালাতে থাকে। এতে তিন নারীসহ ১০ জন প্রাণ হারান এবং সাতজন আহত হন।
হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্তকারীরা একটি গাড়ি অনুসন্ধান করছেন। যা হামলার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
কোয়েরেটারো সাধারণত মেক্সিকোর অন্যান্য এলাকার তুলনায় নিরাপদ এলাকা হিসেবে পরিচিত। তবে এই ঘটনার মাধ্যমে মেক্সিকোতে অপরাধের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।
কোয়েরেটারো রাজ্যের গভর্নর মাউরিচিও কুরি সামািজক মাধ্যম এক্সে জানিয়েছেন, এই নৃশংস ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে এবং নিরাপত্তার জন্য পাহারা অব্যাহত থাকবে।
মেক্সিকোতে বর্তমানে সংঘবদ্ধ অপরাধী চক্র ও মাদক কারবারীদের হামলার প্রবণতা বাড়ছে। যা নতুন প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শেইনবাম জানান, সহিংস অপরাধ মোকাবেলায় কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে যুবকদের জন্য কাজের সুযোগ সৃষ্টি, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান বাড়ানো এবং ন্যাশনাল গার্ডকে আরও শক্তিশালী করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: রয়টার্স
তাওফিক/অমিয়/