ইউক্রেনে যুদ্ধ আর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (১০ নভেম্বর) ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গত ৭ নভেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প এই আহ্বান জানান।
তবে সংবাদ সংস্থা এএফপি এ বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের কোনো প্রতিনিধির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু লোকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট আরও জানায়, ট্রাম্প পুতিনকে স্মরণ করিয়ে দেন যে, ইউরোপে ওয়াশিংটনের বিশাল সেনাবহর পাঠানো হবে।
নির্বাচনি প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার সমাধান খুঁজে বের করবেন। এজন্য পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তিনি। তবে তিনি কীভাবে যুদ্ধ বন্ধ করবেন তার কোনো ব্যাখ্যা দেননি।’
নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনকে সমর্থন দেবেন। তবে কীভাবে দেবেন তা বলেননি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘ট্রাম্প খুব শিগগির ইউক্রেন যুদ্ধ’ নিয়ে একটি প্রস্তাবের ওপর আলোচনার আগ্রহ দেখিয়েছেন।
এদিকে ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।
সূত্র- দ্য ওয়াশিংটন পোস্ট, এফপি
সুমন বিশ্বাস/অমিয়/