সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটাতে বিদ্রোহীগোষ্ঠীকে ইউক্রেন সামরিক ও তথ্য সহায়তা দিয়েছে বলে দাবি করছে দেশটির সামরিক সূত্র।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য জানায়।
রাশিয়াকে কূটনৈতিক বিড়ম্বনায় ফেলার আগ্রহ থেকেই কিয়েভ এই অবস্থান নিয়েছে বলে জানা যায়।
গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালানোর কয়েক সপ্তাহ আগেই দেশটির বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল-শামকে (এইচটিএস) ২০টি ড্রোন অপারেটর ও ১৫০টি আধুনিক ফার্স্ট পারসন ভিউ ড্রোন দেয় কিয়েভ।
এ ছাড়া সিরিয়ায় বিদ্রোহী তৎপরতায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বিশেষায়িত দল ‘খিমিক’ সহযোগিতা করেছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র।
‘এ বছর ইউক্রেনের সহায়তায় সিরিয়ায় অবস্থিত রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ঘাটিতে আক্রমণ করেছে বিদ্রোহীরা’, ইউক্রেনের সংবাদ সংস্থা দ্য কিয়েভ পোস্টকে বলেন দেশটির গোয়েন্দাসংস্থা জিইউআরের এক কর্মকর্তা।
এ ছাড়া বিভিন্ন পশ্চিমা গোয়েন্দাসূত্র আসাদের পতনে ইউক্রেনের অবদান নিশ্চিত করেছে। তাদের মতে, বিশ্বপরিমণ্ডলে রাশিয়ার কূটনৈতিক অবস্থান নড়বড়ে করে দেওয়ার প্রচেষ্টা থেকেই এই সহায়তা করেছে ইউক্রেন।
এ বিষয়ে ইউক্রেনের গোয়েন্দাসংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানোভ বলেন, ‘রাশিয়ার যুদ্ধাপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্বের যেকোনো দেশকে সহায়তা করবে কিয়েভ।’
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিরুদ্ধে ‘নোংরা’ সামরিক অভিযান চালিয়েছে, বলছেন রাশিয়ার বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তা।
তবে আসাদের পতনে ইউক্রেনকে আসল কৃতিত্ব দিতে নারাজ তারা। রাশিয়ার বেশ কিছু সূত্র টেলিগ্রাম বার্তায় জানায়, ‘এইচটিএস অনেক আগেই নিজেদের অভিযান গুছিয়ে রেখেছিল।’
এদিকে সিরিয়ায় সহায়তার আগেও বেশ কয়েকবার রাশিয়ার সামরিক কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিয়েভ। এর আগে মালিতে রাশিয়াবিরোধী অভিযান চালিয়েছে তারা।
এইচটিএসের সশস্ত্র অভ্যুত্থানে আসাদের পতন বৃহত্তর প্রেক্ষাপটে রাশিয়ার সূক্ষ্ম দুর্বলতাকে স্পষ্ট করেছে, মত বিশ্লেষকদের।
বার্তাসংস্থা মিডল ইস্ট আই-এ প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, সিরিয়াকে ইউক্রেনের সামরিক সহায়তার বিষয়টি রাশিয়া প্রত্যাখান করেছিল।
সিরিয়ায় ইউক্রেনের গোপন সহায়তাই আসাদের পতন ঘটানোর মূল কারণ না হলেও কিয়েভের তৎপরতা রাশিয়ার মাথাব্যাথার অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট।
নাইমুর/অমিয়/