ঢাকা ২৫ অগ্রহায়ণ ১৪৩১, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
English

ট্রাম্প-পুতিনের ফোনালাপ, অস্বীকার ক্রেমলিনের

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৮:৪২ এএম
ট্রাম্প-পুতিনের ফোনালাপ, অস্বীকার ক্রেমলিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় পুতিনকে তিনি ইউক্রেন যুদ্ধের পরিসর আরও না বাড়ানোর অনুরোধ জানান। তবে ক্রেমলিন দাবি করেছে, এ ধরনের কোনো ফোনালাপ হয়নি। 

অন্যদিকে ট্রাম্প যাতে কিয়েভের পাশ থেকে সরে না দাঁড়ান, সেটির জন্য তাকে অনুরোধ করার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
 
পুতিন ও ট্রাম্পের ফোনালাপের খবরটি এক সূত্রের বরাতে সামনে এসেছে। ওই সূত্র জানায়, ট্রাম্প ও পুতিন সাম্প্রতিক দিনগুলোতে কথা বলেছেন। তবে সুনির্দিষ্টভাবে কবে কথা হয়েছে তা বলেননি। 

গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা হয়েছে ট্রাম্পের। সে ফোনালাপে ট্রাম্প ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র কিয়েভকে যে পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে, তা নিয়ে সমালোচনা করেন। তিনি যুদ্ধ অতি দ্রুত শেষ করার প্রতিশ্রুতিও দেন। তবে যুদ্ধ কীভাবে শেষ হবে তা বলেননি।

এদিকে ট্রাম্প ও পুতিনের ফোনালাপের বিষয়টি ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকে জানতো না বলে উল্লেখ করেছে। ইউক্রেন এ আলোচনা নিয়ে সমর্থন ও আপত্তি কোনোটাই করছে না বলেও জানিয়েছে। 

ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চেয়াঙের সঙ্গে পুতিন-ট্রাম্প ফোনালাপ নিয়ে কথা বলেছে। চেয়াঙ বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্য বিশ্ব নেতাদের মধ্যকার ব্যক্তিগত ফোনালাপ নিয়ে মন্তব্য করি না।’ 

আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। গত বুধবারই ট্রাম্পকে ওভাল অফিসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। গত রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেন, বাইডেনের শীর্ষ বার্তাটি হবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। তিনি ট্রাম্পের সঙ্গে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও আলাপ করবেন।

সিবিএস নিউজকে সালিভান বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইউক্রেনের পাশ থেকে সরে দাঁড়ানো উচিত হবে না এবং ইউক্রেন থেকে সরে দাঁড়ালে যে তা ইউরোপে আরও অস্থিতিশীলতা তৈরি করবে, তা কংগ্রেসকে ও নতুন প্রশাসনকে বুঝানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন হাতে ৭০ দিন সময় পাবেন।

সালিভানের মন্তব্য এমন একটি সময়ে সামনে এলো যখন রাশিয়ার বড় মাপের আক্রমণ চালিয়েছে ইউক্রেন। গত রবিবার অন্তত ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। 
 
উত্তর কোরিয়া ও রাশিয়ার চুক্তি এখন আইন
উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তাসংক্রান্ত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি ছিল রাশিয়ার। সেটিকেই নতুন করে আইনে পরিণত করেছে দেশটি।

রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে তথ্যটি জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, গত জুনেই রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে চুক্তিটি হয়। সে সময় পিয়ংইয়ংয়ে এক শীর্ষ সম্মেলন শেষে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি স্বাক্ষর করেন।  

চুক্তিটিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে এক দেশ অপর দেশকে সহায়তা করতে এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ওই চুক্তি ভিন্ন বাস্তবতা তৈরি করেছিল। চুক্তিবদ্ধ দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছিল সেটিই। এখন সেটিই আরও পাকাপোক্ত হলো আইনের মাধ্যমে।

রাশিয়াকে এরই মধ্যে সামরিকভাবে সহায়তা শুরু করেছে উত্তর কোরিয়া। তারা ১০ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছে রাশিয়ার কারস্কে। এসব সেনারা রুশ প্রশিক্ষণ পেয়েছে এবং তাদেরকে দেশটির কারস্কে অঞ্চলে মোতায়েন করা হয়েছে। 

বিবিসির প্রতিবেদন বলছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার চুক্তিতে যাওয়ার নেপথ্যে মূল কারণ হলো- একে অপরকে তাদের প্রয়োজন যা দুই নেতাই অনুভব করেছেন। পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য গোলাবারুদ দরকার। অন্যদিকে নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার দরকার অর্থ।

বিবিসির প্রতিবেদনের বরাতে আরও জানা গেছে, চুক্তিটি গত মাসেই রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে এবং গত সপ্তাহে উচ্চকক্ষের অনুমোদন পেয়েছে। পরে রুশ প্রেসিডেন্ট পুতিন ওই বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। সূত্র: রয়টার্স, বিবিসি

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পিএম
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির
সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ আল-বশির। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মাদ আল-বশিরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। খবর বিবিসি, আল-জাজিরার।

মোহাম্মাদ আল-বশির ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো।

মোহাম্মদ আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে। চলতি বছরের জানুয়ারিতে তাকে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের (এসএসজি) প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। এর আগে তিনি এসএসজির উন্নয়ন ও মানবিকবিষয়ক মন্ত্রী ছিলেন। সিরিয়ার গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ারিং, শরিয়াহ ও আইনে ডিগ্রি অর্জন করেছেন।

বিদ্রোহীদের ১২ দিনের এক ঝটিকা অভিযানে গত রবিবার পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের। এরপর প্রথমেই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। আল-বশিরকে যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হচ্ছে, তা সোমবার থেকেই শোনা যাচ্ছিল। 

বাশার আল-আসাদের পতনের আগে থেকেই ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামসের (এইচটিএস) নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট তাদেরই সরকার। বাশারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল এই এইচটিএস। গত সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি ও আল-বশিরের সঙ্গে বৈঠক হয়। পরে সংবাদমাধ্যমে আল-জালালি জানিয়েছিলেন, তিনি সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন।

বিশ্বে এ বছর নিহত হয়েছেন ১০৪ সাংবাদিক: আইএফজে

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
বিশ্বে এ বছর নিহত হয়েছেন ১০৪ সাংবাদিক: আইএফজে
ছবি: সংগৃহীত

এ বছর সারা বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেক নিহত হয়েছেন গাজায়। তাছাড়া এই মুহূর্তে বিশ্বে ৫২০ জন সাংবদিক জেলে রয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) এ তথ্য জানিয়েছে।

আইএফজের তথ্যমতে, ইসরায়েলের আক্রমণে এ বছর ৫৫ জন ফিলিস্তিনি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

আইএফজের জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলাঞ্জার এএফপিকে বলেন ‘গেল বছর সারা বিশ্বে ১২৯ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। যদিও এ বছর আগের বছরের তুলনায় কম নিহত হয়েছেন, তবুও এই বছরটি ছিল একটি দুর্বিষহ বছর।’

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৩৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

বিশ্বের সম্মূখে গাজায় যে গণহত্যা চলছে তার নিন্দা জানান অ্যান্থনি বেলাঞ্জার।

তিনি বলেন, গাজায় সাংবাদিকদের টার্গেট করে মারা হয়েছে।

মধ্যপ্রাচ্যের পর সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন এশিয়ার অন্যান্য দেশে। এরমধ্যে পাকিস্তানে ছয়জন, বাংলাদেশে পাঁচজন এবং ভারতে তিনজন নিহত হয়েছেন।

ইউরোপের ক্ষেত্রে ইউক্রেনে ২০২৪ সালে চার সাংবাদিক নিহত হয়েছেন।

এছাড়া চীনে ১৩৫ জন সাংবাদিক এখনো বন্দি রয়েছেন বলে জানিয়েছে আইএফজে। সূত্র- দ্য ডন

সুমন/অমিয়/

সিরিয়ায় নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করবে ফ্রান্স-জার্মানি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
সিরিয়ায় নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করবে ফ্রান্স-জার্মানি
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। ছবি: সংগৃহীত

সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় ফ্রান্স ও জার্মানি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক ফোনালাপে এ কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

ফোনালাপের বিষয়ে জার্মান কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়, দুই নেতা ফোনালাপে দেশটির নতুন সরকারের কাছে মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি ধর্মীয় ও সংখ্যালঘু জাতিগোষ্ঠীর নিরাপত্তার বিষয়ে আলোচনা করবেন বলে জানান।

এ ছাড়া দুই নেতা দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশত্যাগের বিষয়েও আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে দুই নেতা সিরিয়াতে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তার বিষয়টিও তুলে ধরেন। তাছাড়াও মধ্যপ্রাচ্যে নিজেদের সহযোগিদের সঙ্গে আলোচনার বিষয়েও কথা বলেন। সূত্র: আল-জাজিরা।

নাবিল/এমএ/

সিরিয়ায় নতুন সরকার গঠনের পথে বিদ্রোহী জোট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
সিরিয়ায় নতুন সরকার গঠনের পথে বিদ্রোহী জোট
সিরিয়ায় নতুন সরকার গঠনের পথে বিদ্রোহীরা। ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন দেশটির জনগণ ও বিশ্ব মোড়লদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিদ্রোহী জোট এখন নতুন সরকার গঠনের প্রথম পদক্ষেপ নিয়েছে।
 
ক্ষমতাচ্যুত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি সোমবার (৯ ডিসেম্বর) বিদ্রোহী নেতৃত্বাধীন স্যালভেশন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সম্মত হয়েছেন। 

তবে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন জালালি।

এদিকে বিদ্রোহী বাহিনীর প্রধান আহমদ আল-শারা ওরফে আবু মুহাম্মদ আল-গোলানি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করতে জালালি ও উপরাষ্ট্রপতি ফয়সাল মেকদাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। 

সংবাদ মাধ্যম বিবিসি ও আল-জাজিরা জানায়, বিদ্রোহী নেতৃত্বাধীন ট্রানজিশনাল অথরিটির প্রধান হিসেবে মোহাম্মদ আল-বাশিরের নাম ঘোষণা করা হয়েছে। তিনি আগে স্যালভেশন সরকারের নেতৃত্বে ছিলেন।

বিদ্রোহী জোটের অন্যতম প্রধান অংশ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। যেটি সিরিয়ার যুদ্ধকে একটি নতুন মোড় দিয়েছে। 

২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত শত হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিপুল সংখ্যক মানুষ উদ্বাস্তু হয়েছে এবং দেশের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

তবে বিদ্রোহী জোটের পক্ষ থেকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে এখনও সুস্পষ্ট পরিকল্পনা জানানো হয়নি।  
এদিকে দামেস্কে কিছু বিদ্রোহী যোদ্ধা জানান, তারা আশা করেন, শীঘ্রই একটি বেসামরিক প্রশাসন দায়িত্ব নেবে এবং দেশটি শান্তির পথে এগিয়ে যাবে।

ফেরদৌস ওমর নামে এক বিদ্রোহী যোদ্ধা বলেন, ‘আমরা চাই রাষ্ট্রে নিরাপত্তা বাহিনী ক্ষমতায় আসুক।’ 

এইচটিএস ঘোষণা করেছে, তারা দেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা এবং সেনা সদস্যদের শাস্তি দেবে। সূত্র: রয়টার্স 

তাওফিক/পপি/ 

সিরিয়ায় ত্রাণ সহায়তা পাঠাল কাতার

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
সিরিয়ায় ত্রাণ সহায়তা পাঠাল কাতার
ছবি: সংগৃহীত

সিরিয়ায় মানবিক বিপর্যয় রোধে ত্রাণ সহায়তা পাঠিয়েছে কাতার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত  করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।  

তুরস্কের গাজিয়ানটেপ শহর হয়ে এ সহায়তা দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে। সহায়তার মধ্যে রয়েছে খাদ্য, চিকিৎসাসামগ্রী ও অস্থায়ী তাঁবু।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রতিষ্ঠিত কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (কিউএফএফডি) পক্ষ থেকে এ সহায়তা পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে পাঠানো একটি পোস্টে জানানো হয়। সূত্র: আল-জাজিরা

নাবিল/এমএ/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });