ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ‘আগ্রাসনের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে।’
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সম্মেলেন তিনি এসব কথা বলেন।
এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের লক্ষ্য হচ্ছে গাজায় স্থায়ী বসতি স্থাপন করা। পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়কে উচ্ছেদ এবং শেষ পর্যন্ত এই অঞ্চলটি দখল করা। আমাদের এই পরিকল্পনা ঠেকাতে হবে। যেখানে কেবল হাতেগোনা কিছু পশ্চিমা দেশ সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন করছে। মুসলিম দেশগুলোর অপর্যাপ্ত প্রতিক্রিয়া এই পরিস্থিতির সৃষ্টি করেছে। আমাদের উচিত নির্ধারিত উদ্যোগগুলো সমন্বিতভাবে চালিয়ে যাওয়া এবং ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে, তার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এ জন্য আমাদের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ, বাণিজ্য বন্ধ এবং ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার বিষয়ে তার দেশের গ্রহণ করা উদ্যোগটি ৫২টি জাতিসংঘ সদস্যরাষ্ট্র এবং দুটি আন্তর্জাতিক সংস্থা সমর্থন দিয়েছে।
তিনি আরও জানান, যত বেশি সম্ভব দেশকে বিশেষত জাতিসংঘের সদস্য দেশগুলোকে আহ্বান জানানো উচিত। যাতে দক্ষিণ আফ্রিকার উদ্যোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আনা ‘গণহত্যার’ মামলায় অংশগ্রহণ করা যায়।
এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনি ভূমি দখলে নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার জন্য তাদের চরম মূল্য দিতে হবে। তুরস্ক এর জন্য সকল প্রকার বাস্তবসম্মত প্রস্তাব বাস্তবায়নে প্রস্তুত।’ সূত্র: তাস
তাওফিক/অমিয়/