সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) মুসলিম ও আরব নেতাদের একটি শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বক্তব্যে তিনি ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ এবং ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে একটি মধ্যস্থতা চুক্তির চেষ্টা করেছিলেন। কিন্তু ইসরায়েলে হামাসের আক্রমণ এবং পরে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
এ ছাড়া সম্মেলনের সমাপনী বিবৃতিতে সব দেশকে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি বন্ধের দাবি জানানো হয় এবং ইসরায়েলের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়। সূত্র: এনডিটিভি
মেহেদী/অমিয়/