অতিরিক্ত শুল্ক আরোপ করলে কানাডার অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় তবে দেশটির যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অবৈধ অভিবাসী এবং মাদক প্রবাহ রোধে ব্যর্থ হওয়ায় ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পরেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডা ও মেক্সিকোর সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুশিয়ারি দিয়েছেন।
এরই প্রেক্ষিতে গত শুক্রবার রাতে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র সফরে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর তিনি গোপনে ফ্লোরিডায় পৌঁছান এবং শনিবার ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগোয় বৈঠকে অংশ নেন।
বৈঠক সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।’
বৈঠকের পর নতুন কিছু তথ্য বেরিয়ে এসেছে। যেখান থেকে জানা যায়, ট্রাম্প তার আলোচনায় বলেন, ‘কানাডা যদি সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্য ঘাটতি নিয়ে পদক্ষেপ না নেয় তাহলে তিনি কানাডার সব পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।’
এর প্রেক্ষিতে ট্রুডো ট্রাম্পকে জানান, শুল্ক আরোপ করলে কানাডার অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।
এতে ট্রাম্প মন্তব্য করেন, ‘তাহলে কি আপনার (ট্রুডো) দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০০ বিলিয়ন ডলার নিয়ে বাঁচে?’ যদি তাই হয়, তাহলে কানাডা ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। প্রধানমন্ত্রী হওয়াটা ভাল, তবে ট্রুডো চাইলে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যের গভর্নরও হতে পারেন।’
এই মন্তব্যটি উপস্থিতদের মধ্যে হাস্যরস সৃষ্টি করে।
ট্রাম্প আরও বলেন, ‘যদি ট্রুডো তার দাবিগুলো পূরণ করতে না পারেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ঠিক করতে না পারেন তাহলে কানাডা হয়তো দুটি রাজ্যে বিভক্ত হয়ে যেতে পারে। এর একটি হবে কনজারভেটিভ এবং অপরটি হবে লিবারেল রাজ্য।’
এ আলোচনায় অনেক হাস্যরসের সৃষ্টি হলেও ট্রাম্প স্পষ্টভাবে জানান, তিনি ২০ জানুয়ারির মধ্যে পরিবর্তন প্রত্যাশা করছেন।
মোট তিন ঘণ্টার আলোচনা শেষে কানাডার অতিথিরা আলোচনাকে ‘খুব বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক’ বলে অভিহিত করেন।
তবে ৫১তম রাজ্য হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা।
এদিকে ফক্স নিউজ ডিজিটাল ট্রাম্প এবং ট্রুডোর দপ্তরের সঙ্গে এই মন্তব্যগুলো সম্পর্কে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: ফক্স নিউজ
তাওফিক/পপি/