ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর অধিকাংশই বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করতে এই মিলিশিয়ারা সিরিয়ায় ঢুকেছে। সিরিয়া ও ইরাকের কর্মকর্তারা গত সোমবার এই তথ্য জানিয়েছেন।
তেহরান দামেস্ক সরকারকে সহায়তা করার অঙ্গীকার করেছে। ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে বদর এবং নুজাবা গোষ্ঠীর অন্তত ৩০০ যোদ্ধা রবিবার রাতে সীমান্ত ক্রসিং এড়িয়ে ট্রাকে করে সড়কপথে সিরিয়ায় প্রবেশ করেছে। তবে এখনই সিরীয়ার যুদ্ধে নিজেদের যুক্ত না করার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহ।
সিরিয়ার সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, উত্তরের ফ্রন্ট লাইনে আমাদের কমরেডদের সহায়তা করার জন্য নতুন করে এই যোদ্ধাদের পাঠানো হচ্ছে। বিমান হামলা এড়াতে এই যোদ্ধারা ছোট ছোট দলে ভাগ হয়ে সিরিয়ায় পৌঁছেছে বলে জানান তিনি। সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান শিয়া মিলিশিয়া বাহিনী পাঠিয়েছিল। রাশিয়ার সহায়তায় এই বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে বিদ্রোহ দমনসহ দেশের অধিকাংশ এলাকা পুনর্দখলে সহায়তা করেছিল।
তবে এবার সমীকরণ আগের মতো সহজ হচ্ছে না বাশার এবং তার সহযোগীদের জন্য। রাশিয়া ইউক্রেনে যুদ্ধে ব্যস্ত থাকায় যুদ্ধক্ষেত্রে এবার নতুন করে পরীক্ষার সম্মুখীন হচ্ছেন তারা। অন্যদিকে ইসরায়েলের উপর্যুপরি হামলায় বিপর্যস্ত হিজবুল্লাহ যোদ্ধারা।
২০২০ সাল থেকে সিরিয়ায় যুদ্ধে লিপ্ত বিদ্রোহী ও সরকার দুই পক্ষই শান্ত ছিল। কিন্তু বিদ্রোহীদের একটি জোট এ সপ্তাহে আকস্মিক হামলা চালায় আলেপ্পোয়। ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এই আক্রমণের নেতৃত্ব দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত সোমবার সিরিয়ার সরকারি বাহিনীকে যেকোনো সহায়তা দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা
গত সপ্তাহে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।
যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, ইসরায়েল আবারও লেবাননে হামলার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। সূত্র: রয়টার্স ও আল-জাজিরা