যেকোনো উপায়ে নিজ দেশকে রক্ষা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপির।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ইউক্রেনের পশ্চিমা মিত্রদেরকে সম্প্রতি ইউক্রেনে আঘাত হানা ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি ‘গুরুত্বসহকারে’ ভাবতে বলেছেন। প্রেসিডেন্ট পুতিনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে ধাবিত হয়। ফক্স নিউজের সাবেক সাংবাদিক কার্লসনকে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে, ইউক্রেন যুদ্ধে তাদের অপকৌশলকে পরাজিত করতে রাশিয়া সব উপায় অবলম্বন করবে।
তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়া দুই সপ্তাহ আগে ইউক্রেনের দিনিপ্রতে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের এটিএসিএমএস অস্ত্র পদ্ধতি কার্যকর হওয়ার পর মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, রাশিয়া আর উত্তেজনা বাড়াতে চায় না। তারা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন যে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে রাশিয়া আরও শক্তিশালী বার্তা পাঠাবে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হাইপারসনিক ব্যবহারকে ‘রাশিয়ার পাগলামির সর্বশেষ লড়াই’ বলে উল্লেখ করেছেন।
ওই সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে চাচ্ছে। ইউক্রেনে সংঘাত বৃদ্ধিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তিনি বলেন, ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বদ্ধপরিকর। যদিও কোন প্রক্রিয়ায় তা শেষ হবে, সে বিষয়ে ল্যাভরভ কিছু জানেন না বলে জানিয়েছেন।
তিনি ট্রাম্পের বিষয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এমন মানুষ যিনি ফলাফল দেখতে চান। সূত্র: এএফপি