ভারতে বসে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের প্রতি দিল্লি নিরপেক্ষ কূটনৈতিক দৃষ্টিভঙ্গি রাখছে বলেও জানান তিনি।
বুধবার (১১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে এসব কথা বলেন বিক্রম।
তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার মন্তব্যগুলোতে দিল্লির সমর্থন নেই।
নির্দিষ্ট কোনো দলের প্রতি দিল্লির সহানূভুতি আছে এমন বক্তব্য পুরোপুরি মিথ্যা বলেও জানান তিনি।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনার ভিডিও মেসেজগুলো তার ‘ব্যক্তিগত ডিভাইসের’ মাধ্যমেই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন মিশ্রি।
শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার কোনো সুযোগ পাবে না জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার নিশ্চয়তা দিয়েছেন তিনি।
সাম্প্রতিক ঢাকা সফরে বাংলাদেশে ‘দুঃখজনক ঘটনার’ বিষয়ে দিল্লির দুশ্চিন্তার বিষয়টি জানিয়েছিলেন। এই সফরে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিক্রম।
দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশই ভারতের সবচেয়ে কাছে বন্ধু বলে মন্তব্য করেন তিনি।
বুধবারের আলোচনায় মিশ্রি বলেন, ‘মন্দির ও সংখ্যালঘুর ওপর হামলা কখনোই মেনে নেওয়া যায় না।’
এদিকে তবে বাংলাদেশকে নিয়ে কিছু ভারতীয় সংবাদসংস্থার গুজব প্রচার মোকাবিলা করতে অন্তর্বর্তী সরকার ‘ডিসইনফরমেশন ক্যাম্পেইন’ চালু করেছে। সূত্র: দ্য হিন্দু
নাইমুর/অমিয়/