ভারতের কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ব্যাংকের অফিসিশাল ওয়েবসাইটে রুশ ভাষায় লেখা এই হুমকিটি এসেছে।
ঘটনার তদন্তে মুম্বই পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
হুমকি পেয়ে মাতা রামবাই মার্গ থানায় অজ্ঞাত একজনের বিরুদ্ধে মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
এ বিষয়ে মুম্বই পুলিশের জোন-১এর ডিসিপি বলেন, ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ইমেইলটি এসেছে। রুশ ভাষায় লেখা এই ইমেইলে ব্যাংকে বিস্ফরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।’
ঘটনার সুষ্ঠু তদন্তে মুম্বই পুলিশ তৎপর বলে জানান ডিসিপি।
এ ছাড়া দিল্লির ছয়টি স্কুল বোমা হামলার হুমকি বিষয়ে ইমেইল পাওয়া যায়। হুমকির পর স্কুলগুলোর ক্যাম্পাসে অভিযান চালায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
এর আগে ৯ ডিসেম্বর দিল্লির ৪৪টি স্কুলে ইমেইলের মাধ্যমে একই ধরণের হুমকি দেওয়া হয়। তবে স্থানীয় পুলিশ বলছে, এসব হুমকি ভুয়া।
এই ঘটনার জেরে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, হুমকির কারণে বাচ্চাদের শিক্ষা কার্যক্রমে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নাইমুর/অমিয়/