পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান নিজ দলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পিটিআইয়ের শীর্ষ নেতাদের প্রতি বিরক্তি প্রকাশ করেন তিনি।
ইমরানের অভিযোগ, ‘তারা এমন ভাব করছেন যেন সবকিছুই ঠিক চলছে।’
এ সময় তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি অভিযুক্ত হওয়ার প্রতিবাদে অসহযোগ আন্দোলনের ডাক দেন তিনি।
এদিকে ২০২৩ সালের মে মাসের পর থেকে সাতটি ভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন ইমরান।
বৃহস্পতিবারের শুনানিতে শাহরুখ আরজুমান্দের আদালত ইমরান ও বুশরার আবেদন খারিজ করে ১৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এদিকে নভেম্বর মাসে সরকারবিরোধী আন্দোলনে ইসলামাবাদে পিটিআই সমর্থকরের ওপর সামরিক বাহিনীর হামলার প্রতিবাদে দলের নেতৃত্ব সোচ্চার না বলে অভিযোগ করেছেন ইমরান।
তিনি বলেন, ‘দলীয় নেতৃত্বের ওপর আমার ভরসা আছে। কিন্তু ইসলামাবাদকাণ্ড যেভাবে মোকাবিলা করা হচ্ছে, সে পন্থা নিয়ে আমি সন্তুষ্ট নই।’
ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে গুম হওয়া ব্যক্তিদের একটি তালিকা তৈরি করার কাজে প্রশাসনকে পিটিআইয়ের চাপ প্রয়োগ করার বিকল্প নেই, মন্তব্য তার।
১৫ ডিসেম্বর নাগাদ দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন ইমরান।
এদিকে ৯ মে’র দাঙ্গার জেরে লাহোরের জঙ্গিবিরোধী আদালত বেশ কয়েকজন পিটিআই নেতার সম্পৃক্ততা পেয়ে রায় ঘোষণা করেন। অভিযুক্তরা হলেন- শাহ মাহমুদ কুরেশি, ওমর সরফরাজ চিমা, ইয়ামিন রশিদ, এজাজ চৌধুরি এবং মেহমুদ রশিদ।
২০২৩ সালে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর থেকে পিটিআই নেতারা মুহুর্মুহু মামলার শিকার হচ্ছেন।
এদিকে স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গায়ক সালমান আহমেদের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ইমরান। সূত্র: দ্য ডন
নাইমুর/অমিয়/