ভারতের পার্লামেন্টে প্রথমবার বক্তব্য রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রথম বক্তব্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে তোপ দেগে তিনি বললেন, গত ১০ বছরে সংবিধানের রক্ষাকবচ দুর্বল হয়েছে।
তার মতে, গত লোকসভা নির্বাচনে যদি এনডিএ (বিজেপি নেতৃত্বাধীন জোট) আরও বেশি আসন পেত, তাহলে পাল্টে ফেলা হতো সংবিধান।
ভারতীয় সংবিধান পার্লামেন্টে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতের লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানে প্রথম বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নাম না করে রাহুল গান্ধীকে তোপ দেগে রাজনাথ বলেন, ‘কয়েকজন শুধু সংবিধান পকেটে নিয়ে ঘোরে। বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করে। কিন্তু আমরা সংবিধানের কাছে মাথা নত করি।’
প্রতিরক্ষামন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পরই বক্তব্য রাখতে শুরু করেন প্রিয়াঙ্কা। শিল্পপতি গৌতম আদানি, কেন্দ্রীয় তদন্ত সংস্থার অতিসক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনি প্রচারে সংবিধান বদলের ‘হুমকি’- সব ইস্যুতেই মোদি সরকারকে তুলোধোনা করেছেন তিনি।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার উপনির্বাচনে কেরালার ওয়েনাড় আসন থেকে জয়ী হন প্রিয়াঙ্কা গান্ধী। গত লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী দুটি আসনে লড়াই করে দুটিতেই জয় পান। তার একটি ওয়েনাড়। অপরটি উত্তর প্রদেশের রায়বেরেলি। তবে ওয়েনাড় আসনটি ছেড়ে দেন তিনি। এরপর এখানে উপনির্বাচন হয়।