পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে গত পাঁচ দিনে ৪৩ জঙ্গি নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনীর প্রেস উইং।
পাকিস্তানের উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা অভিযান (আইবিও) পরিচালনা করা হয়। এই অভিযানে ফিতনা-আল-খোয়ারিজসহ বেশ কিছু সশস্ত্র সংগঠনের ঘাটিতে অভিযান চালায় করে পাকিস্তানের সামরিক দল।
এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর জানায়, খাইবার পাতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে ১২ ও ১৩ ডিসেম্বর অভিযান চালানো হয়। এই অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। এর আগে ৯ ডিসেম্বর খাইবার পাতুনখোয়ায় আরও ১৮ জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বিবৃতিতে।
এদিকে বেলুচিস্তানের মুসাখের ও পাঞ্জগুর অঞ্চলে পরিচালিত দুটি পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের ১০ সদস্যের মৃত্যুর খবর জানা গেছে।
সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুক্রবারের মধ্যে বেলুচিস্তানে মোট ২৫ সন্ত্রাসীর মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং।
এ বিষয়ে আইএসপিআর জানায়, অঞ্চলগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিওরিটি সার্ভিসের গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসের পর থেকে এই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ৯০ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পাল্লা দিয়ে সন্ত্রাসবিরোধী অভিযানও বাড়িয়েছে প্রশাসন।
কোনো নির্দিষ্ট দল হামলার দায় স্বীকার না করলেও কৌশলগত সুবিধার উদ্দেশ্যেই তারা আক্রমণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জুলাইয়ের পর থেকে এই অঞ্চলে বেসামরিক নাগরিকসহ মোট ৭২২ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। সূত্র: দ্য গ্লোবাল কাশ্মির
নাইমুর/অমিয়/