ঢাকা ৩ মাঘ ১৪৩১, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় ইসরায়েলি দখলদারত্বের নিন্দা আরব লিগের

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
সিরিয়ায় ইসরায়েলি দখলদারত্বের নিন্দা আরব লিগের
ছবি: সংগৃহীত

সিরিয়ার গোলান মালভূমিসহ আশেপাশের নিরপেক্ষ অঞ্চলে (বাফার জোন) ইসরায়েলি দখলদারত্বের তীব্র নিন্দা করেছে আরব লিগ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগ করে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) মিশরের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে যে সিরিয়া ও আশেপাশের অঞ্চলে ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে একমত হয়েছে আরব লিগ।

আরব লিগ বলছে ১৯৮১ সালের জাতিসংঘ সনদ ভঙ্গ করে গোলান মালভূমি দখল ইসরায়েল করেছে যা অন্যায় ও অবৈধ।

ইসরায়েল গত কয়েকদিনে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর সরকার পরিবর্তনের সুযোগে চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার ইসরায়েল সীমান্তবর্তী ও আশেপাশের শহরগুলো দখল করেছে এবং স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে। সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি বাহিনী শত শত বিমান হামলা চালিয়েছে। যার মধ্যে সিরিয়ার নৌবাহিনী এবং সামরিক ডিপো ধ্বংস করা হয়েছে। 

আরব লিগ এই আগ্রাসনকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে সরে যেতে আহ্বান জানিয়েছে। সূত্র: সিনহুয়া

মাহফুজ/এমএ/

 

ট্রাম্পের অভিষেকে দাওয়াত পেলেন অনেকেই, নাম নেই মোদির

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম
ট্রাম্পের অভিষেকে দাওয়াত পেলেন অনেকেই, নাম নেই মোদির
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আয়োজন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ও ব্যক্তিগত দ্বিতীয় অভিষেকে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানে বিশ্বের অনেক বিলিয়নিয়ার, বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্র্রপ্রধান, কূটনৈতিক ও সেলিব্রিটিরা আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের নাম। কিন্তু নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ২০২০ সালে ভারতে এসেছিলেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে প্রতিপক্ষ চীনের প্রেসিডেন্টের নাম আছে কিন্তু মোদির নাম না থাকার বিষয়টা ব্যতিক্রম।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সয়াল বিষয়টি এড়িয়ে যান।

সাধারণত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিশ্বের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ না জানিয়ে কূটনৈতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। তবে ট্রাম্প সবক্ষেত্রেই ব্যতিক্রম। তিনি প্রচলিত নীতির ধার ধারেন না।

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

তিনি চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে তার অংশগ্রহণ করার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশটি কঠোর নিয়মনীতি অনুসরণ করে। কিন্তু শি উপস্থিত না থাকলেও এই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠিয়ে ট্রাম্পকে শুভেচ্ছা জানাবেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, টেসলার সিইও ইলন মাস্ক, অ্যামাজনের সিইও জেফ বেজোস।

বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে আরও উপস্থিত থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এছাড়া ট্রাম্পের মতো জাতীয়তাবাদী ও কট্টর ডানপন্থী অনেক ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের মিত্রদেশের নেতা ও কূটনৈতিকদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত নিয়মে অনুসারে পরাজিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে বাইডেন ও কমলা হেরিস তাদের ফার্স্ট লেডি ও সেকেন্ড জেন্টেলম্যান নিয়ে উপস্থিত থাকবেন অভিষেক অনুষ্ঠানে। তবে ২০২১ এর জানুয়ারির নির্বাচনে হেরে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে সোজা ফ্লোরিডা চলে যান ট্রাম্প। তার অভিযোগ ছিল তিনি নির্বাচনে হারেননি। তাকে ভোট জালিয়াতি করে হারোনো হয়েছিল। সূত্র: টাইম ম্যাগাজিন

মাহফুজ/এমএ/

 

সেনাদের মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ ইউক্রেন সরকারের বিরুদ্ধে

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
সেনাদের মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ ইউক্রেন সরকারের বিরুদ্ধে
রাশিয়ান বাহিনীর হাতে আত্মসমর্পণ করা ইউক্রেনের এক কমান্ডার ইভান কুটস। ছবি: সংগৃহীত

রাশিয়ান বাহিনীর হাতে আটক এক ইউক্রেনীয় বর্ডার গার্ডের সদস্যরা অভিযোগ করেছেন যে, ইউক্রেন সরকার সেনাদের পরিবারের ক্ষতিপূরণ এড়াতে মৃত সেনাদের মরদেহ পুড়িয়ে দিচ্ছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাশিয়ান বার্তাসংস্থা স্পুটনিকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এমন অভিযোগ ওঠে আসে।

স্পুটিনিকের খবরে বলা হয়, ৬ জানুয়ারি ইউক্রেনের বর্ডার গার্ডের একটি ইউনিট রাশিয়ার বেলগরদ সীমান্তে রাশিয়ান বাহিনীর হাতে আত্মসমর্পণ করে। তাদের মধ্যে একজন হলেন কমান্ডার ইভান কুটস।

ইভান কুটস দাবি করেন, যুদ্ধে আহত এবং মৃত সেনাদের সংখ্যা এত বেশি যে খারকিভের স্থায়ী শশ্মানঘরে মৃতদেহ দাফন করার মতো জায়গা নেই। তিনি আরও দাবি করেন, বিদেশি ভাড়াটে সেনারা যারা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে তাদের উপস্থিতি গোপন করতেও তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে।

ইউক্রেনের যুদ্ধনীতি অনুসারে একজন মৃত সেনার জন্য তার পরিবার প্রায় ৫ লাখ ৪৪ হাজার ৬০৪ ডলার পাবে। আহতদের জন্য তিন প্রকারের ক্ষতিপূরণ কাঠামো রয়েছে।

এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, অনেক ব্যয়বহুল হলেও ভাড়াটে সেনাদের দিয়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সূত্র: স্পূটনিক 

মাহফুজ/এমএ/

 

গাজার স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে প্রয়োজন ১০ বিলিয়ন ডলার: ডব্লিউএইচও

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম
গাজার স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে প্রয়োজন ১০ বিলিয়ন ডলার: ডব্লিউএইচও
ইসরায়েলের হামলায় গাজার ধ্বংসপ্রাপ্ত একটি হাসপাতাল। ছবি: সংগৃহীত।

গাজার বিধ্বস্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে কমপক্ষে ১০ বিলিয়ন ডলার বা আরও বেশি অর্থের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে ফিলিস্তিনে জাতিসংঘের স্বাস্থ্যসংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, ‘গাজার স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন করতে অনেক বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে। শুধু স্বাস্থ্যখাত পুনর্গঠনের জন্য প্রথম দেড় বছরের জন্য গাজায় তিন বিলিয়ন ডলারেরও বেশি এবং তারপর পাঁচ থেকে সাত বছরের জন্য ১০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।’

তিনি আরও বলেন,  ‘গাজার ধ্বংসযজ্ঞ অকল্পনীয়। আমি জীবনে বিশ্বের অন্য কোথাও এমন পরিস্থিতি দেখিনি।’

ডব্লিওএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস এরই মধ্যে বলেছেন, ‘গাজার ৯০ শতাংশ হাসপাতাল ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।’

২০২৩ সালের সাত অক্টোবর ইসরায়লে হামাসের আকস্মিক হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলে এই হামলা। এরই মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় ৪৬ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজায় নিহত শিশুর সংখ্যা প্রায় ১৭ হাজার। সূত্র: এএফপি

সুমন/এমএ/ 

মাঝ আকাশে মাস্কের স্বপ্নভঙ্গ

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
মাঝ আকাশে মাস্কের স্বপ্নভঙ্গ
উৎক্ষেপণের পর বিস্ফোরিত হয় স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপ। কিনসেটে ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের রকেট স্টারশিপ উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে স্পেসএক্স।

‘এই পর্যায়ে স্বীকার করতেই হবে আমরা মহাকাশযানটি খুইয়ে ফেলেছি। শুরুতে খুশি হলেও যেকোনো পরিণতির জন্যেই মানসিক প্রস্তুতি ছিল আমাদের।’ বলেন স্পেসএক্সের কর্মকর্তা কেট টাইস।

যানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি।

এ ঘটনার পর প্রতিষ্ঠানটি সামজিক যোগাযোগ মাধ্যমে বলে, ‘সময়ের আগেই স্টারশিপ ভাগ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।’

উৎক্ষেপণের চার মিনিট আগে স্টারশিপের ওপরের অংশ যথাসময়েই বুস্টার থেকে আলাদা হয়।

তবে কয়েকমিনিটের মধ্যেই স্টারশিপ উৎক্ষেপন সম্প্রচারে স্পেসএক্সের কমিউনিকেশন ম্যানেজার ডান হুট জানান, যানটি নিয়ন্ত্রণ হারিয়েছে।

‘শুরুতে সবকিছু ঠিকই ছিল। ঘটনার কারণ বের করতে আমাদের সময় লাগবে। সংশ্লিষ্ট সবাই এ ঘটনায় হতাশ।’

স্টারশিপ যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রা শুরু করে মেক্সিকো উপসাগর হয়ে মহাকাশে গমন করবে বলে ধারণা করা হচ্ছিল।

১০টি নিরীক্ষামূলক স্যাটেলাইট বহন করে নির্দিষ্ট কক্ষপথে নিক্ষেপ করার জন্য তৈরি করা হয়েছিল এই মহাকাশযান।

স্পেসএক্সের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপনটি সফল না হলেও পরবর্তী মডেলের কার্যকারিতা নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। সূত্র: ডয়েচে ভেলে

নাইমুর/

দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ড

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম
দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ড
আদালতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডের রায় দিয়ছেন আদালত। ইমরানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। খান দম্পতিকে যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ রুপি জরিমানাও গুনতে হবে।

কয়েকদফা পেছানো হলেও শুক্রবার (১৭ জানুয়ারি) মামলার রায় প্রকাশ করেছেন নাসির জাভেদ রানার আদালত। 

পাকিস্তানের আদিয়ালা কারাগারে অস্থায়ী আদালতে এই রায় ঘোষণা করা হয়। রায়ের পরপরই বুশরা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় আল-কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট নামে তহবিলের সব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ইমরানের শাসনামলে বাহরিয়া টাউন নামে এক প্রতিষ্ঠানের পাচারকৃত ৫০ বিলিয়ন রুপির বৈধতা দেওয়ার বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী বেশ কয়েকটি জমি ও অর্থ নিয়েছিলেন।

এই জালিয়াতি ঢাকতে ইমরান ও বুশরা আল-কাদির ট্রাস্ট ফান্ড গঠন করেছেন বলেও অভিযোগ বাদীপক্ষের।
 
এদিকে রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে ইমরান বলেন, ‘যতই চাপ সৃষ্টি করা হোক আমি কারো সঙ্গে সমঝোতায় যাব না।’

এই রায়ে নিন্দা জানিয়েছেন ইমরানের দল পিটিআইয়ের নেতারাও।

দলটির নেতা ব্যারিস্টার গোহার এ প্রসঙ্গে বলেন, ‘খান সাহেব এক রুপিও ঘুষ নেননি। রাজনৈতিক কর্তৃত্ব ফলাতেই এই রায় দেওয়া হয়েছে।’ 

আল-কাদির ট্রাস্ট মামলার সাক্ষ্য দিয়েছেন ইমরান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে রায়ের পর পিটিআইয়ের সমর্থকরা আদালতের বাইরে ঝটিকা মিছিল করেন।

বিদ্যমান জটিল পরিস্থিতিতে ইমরানের  রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। সূত্র দ্য ডন

নাইমুর/