
তাইওয়ানের মধ্যাঞ্চলে নির্মাণাধীন এক বিশাল খাদ্য প্রক্রিয়াজাতকরণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির তাইচুং শহরের একটি পাঁচতলা ভবনে আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এ রকমই এক ভিডিওতে দেখা গেছে, ভবনটির এক প্রান্ত থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে।
নগর প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে প্রচুর পরিমাণে ফোম প্যানেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন ভবনটির তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েছিলেন। পরে তিনি মারা যান। আগুন নেভানোর পর সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ভেতর থেকে আরও ৮ জনের লাশ উদ্ধার করেন।
ঘটনাস্থল থেকে ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও দেশটির ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র: এপি