
ফিলিস্তিনের স্বাধীনতাকমী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের সম্মাননা জানানো এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রথবারের মতো প্রকাশ্যে এই দায় স্বীকার করেন। পাশাপাশি তিনি ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতিদেরও কঠোর হামলার হুঁশিয়ারি দেন।
তার দেশ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘আমরা হুতিদের কৌশলগত সব অবকাঠামো ধ্বংস করব এবং তাদের নেতাদের শিরোশ্ছেদ করব – যেমনটি আমরা তেহরান, গাজা এবং লেবাননে হানিয়া, সিনওয়ার এবং নাসরাল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক তেমনই ইয়েমেনের হোদেইদা এবং সানায় করব।’
কাটজ বলেন, ‘আমরা আমাদের শত্রুদের ডেরায় যেমন হামলা চালিয়েছি, হুতি সন্ত্রাসীদের ক্ষেত্রেও তাই করব।’
তিনি আরও বলেন, ‘হুতি সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, আমি তাদের স্পষ্ট বার্তা দিতে চাই; আমরা হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের প্রতিরক্ষাব্যবস্থাকে অন্ধ করেছি এবং আমরা সিরিয়ায় আসাদ শাসন উচ্ছেদ করেছি।’
সম্প্রতি হুতিরা ইসরায়েলের ওপর বহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার মধ্যে শনিবার তেল আবিবে হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইসমাইল হানিয়াকে গত ৩১ জুলাই তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হত্যা করা হয়।
অক্টোবর মাসে ইরান হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সূত্র: আল-জাজিরা
তাওফিক/অমিয়/