
ইউক্রেনীয় সেনাদের হাতে বন্দি যুদ্ধাহত উত্তর কোরীয় সেনা মারা গেছেন। গুরুতর আঘাতে এই সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা ইয়নহাপ।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তাদের ‘মিত্র গোয়েন্দা সংস্থাক উত্তর কোরীয় সেনার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে।
মস্কোকে সাহায্য করতে পিয়ংইয়ং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েন করার পর থেকে এই সেনাই প্রথম প্রতিপক্ষের হাতে বন্দি হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিয়েভ এবং সিউলের মতে, পিয়ংইয়ং যুদ্ধক্ষেত্রে মস্কোকে সাহায্য করতে ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে। তবে এখন পর্যন্ত মস্কো এবং পিয়ংইয়ং বিষয়টি স্বীকার করেনি, আবার প্রত্যাখ্যানও করেনি।
এর আগে উত্তর কোরীয় ওই সেনা গ্রেপ্তার হওয়ার পর তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ছড়িয়ে পড়ে। এরপরই দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করে। তবে কোন জায়গা থেকে এই সেনাকে গ্রেপ্তার করা হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকদিন আগে দাবি করেছিলেন, রুশ সেনাদের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩ হাজার উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছেন।
আসান ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের গবেষক ইয়াং ইউক সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘এটাই উত্তর কোরীয় সেনা বন্দি এবং হত্যার প্রথম ঘটনা। ইউক্রেনীয়দের জন্য এই সেনারা উপকারী, কারণ তারা এই সেনাদের রুশদের সঙ্গে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বিনিময় করতে প্রচেষ্টা চালাতে পারে।’ ‘তবে এই সেনাদের উত্তর কোরিয়ার জাতীয়তা প্রমাণ করাটা কিয়েভের জন্য চ্যালেঞ্জিং হবে,’ যোগ করেন তিনি।
ইউক্রেনের সেনারা বলছে, উত্তর কোরীয় সেনাদের ভুয়া রুশ আইডি দেওয়া হয়েছে। গত সপ্তাহে জেলেনস্কি একটি ভিডিওচিত্র প্রকাশ করেছিলেন যেখানে দেখা যাচ্ছে, রুশ সেনারা নিহত উত্তর কোরীয় সেনাদের চেহারা পুড়িয়ে দিচ্ছে যাতে পরিচয় প্রকাশ পেয়ে না যায়। সূত্র: বিবিসি