
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গাড়িবোমা হামলায় আধা সামরিক বাহিনীর সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছে এবং ২৫ জনের অধিক আহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। শনিবার (৪ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার একটি বাস করাচি শহর থেকে সাত কিলোমিটার পশ্চিমে তুরবত অঞ্চলে আধা সামরিক বাহিনীর সদস্যদের বহন করে নিয়ে যাচ্ছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রশিদ উর রেহমান বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘বাসে হামলায় সাধারণ নাগরিক ও আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছে।’
হামলার দায় স্বীকার করে বেলুচিস্তান লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানান, তারা পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে গাড়ি বহরে হামলা করেছে।
পাকিস্তান পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হামলার শিকার হওয়া বাসে পুলিশের এসএসপি জয়নব মহসিন ও তার পরিবারের সদস্যরা ছিলেন। তারা বাসে করে একটি বিবাহের অনুষ্ঠানে যাচ্ছিলেন। জয়নবকে লক্ষ্য করে হামলা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছি। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি অনেক সময় এধরনের হামলার করে এর দায় স্বীকার করে। তারা সাধারণত পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য ও পাঞ্জাব জনগোষ্ঠীর লোকদের লক্ষ্য করে হামলা করে থাকে।
গত কয়েক মাসে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাকতোনখোয়া প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলার সংখ্যা বেড়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, শুধু ২০২৪ সালেই পাকিস্তানের ৩৮৩ জন সেনা নিহত হয়েছে এবং পাল্টা হামলায় সন্ত্রাসীদের ৯২৫ জন নিহত হয়েছে।
গত নভেম্বরে পাকিস্তানের কোয়েটা প্রদেশে একটি রেলওয়ে স্টেশনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ২৬ জন মারা গিয়েছিল যাদের মধ্যে ১৪ জন পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য ছিল। এর আগে আগস্ট মাসে বেলুচিস্তানের মুসাখহেলে হামলায় ৩৯ জন মারা গিয়েছিল যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা। এ হামলারও দায় স্বীকার করেছিল বেলুচিস্তান লিবারেশন আর্মি।
উল্লেখ্য, বেলুচিস্তান হলো পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইরান এ আফগানিস্তানের সীমান্তসংলগ্ন বড় একটি প্রদেশ। এখানে বেলুচ সম্প্রদায়ের লোকদের বসবাস। তারা পাকিস্তান থেকে বেলুচিস্তানকে আলাদা করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। আফগানিস্তান ও ইরানে বড় সংখ্যক বেলুচ জনগোষ্ঠী বাস করে। তিন দেশের ভেতর থেকে ভূখণ্ড নিয়ে বেলুচিস্তান রাষ্ট্রগঠনের লক্ষ্য তাদের। তাই এখানে সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষ বেড়ে চলছে। তারা অঞ্চলটিতে থাকা বিদেশি অর্থায়নে পরিচালিত বিভিন্ন সরকারি প্রকল্প ও বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালিয়েছে। তাদের অভিযোগ তারা নিজেদের প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত হচ্ছেন। সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া
মাহফুজ/এমএ/