
আশঙ্কাই সত্যি হলো। ভারতে ঢুকে পড়েছে চীনা ভাইরাস। বেঙ্গালুরুতে আট মাসের এক শিশুর শরীরে মিলল হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) হদিশ! একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির। সেখানেই তার নমুনা পরীক্ষায় মেলে এইচএমপিভি’র খোঁজ। যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
যদিও কর্নাটকের স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, ওই শিশুটির নমুনাটি কোনো সরকারি ল্যাবরেটরিতে টেস্ট করা হয়নি। বেসরকারি হাসপাতাল সূত্রেই এই তথ্য সামনে এসেছে। তবে বেসরকারি হাসপাতালের পরীক্ষা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই।
এইচএমপিভি ভাইরাসের খবর নিশ্চিত করেছে কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর। ইতোমধ্যেই বিষয়টি কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রককেও জানানো হয়েছে৷ তবে চীনা ভাইরাসটি কোন প্রজাতির সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
রাজ্য স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, ‘চিনে এইচএমপিভি ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আমাদের হাতে নেই। ফলে এই ভাইরাসের প্রজাতি সম্পর্কে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, চীনের হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়। জানা যায়, চীনজুড়ে ছড়িয়ে পড়েছে এইচএমপি ভাইরাসের সংক্রমণ। যা করোনার করুণ স্মৃতি উসকে দেয়। উদ্বেগ বাড়তে শুরু করে ভারতসহ বিশ্বের সর্বত্র।
যদিও চীনের দাবি, এইচএমপি নিয়ে উদ্বেগের কিছু নেই। এটি ‘শীতকালীন সংক্রমণ’৷ তবে নতুন ভাইরাসের খবর মিলতেই চিনের পরিস্থিতির উপর নজর রাখতে শুরু করেছে ভারত। এই ভাইরাস নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলেই আশ্বস্ত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই ভাইরাস সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যাতে সময়ে সময়ে তথ্য প্রদান করে সেই অনুরোধও করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশবাসীকে শান্ত ও পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে।
অমিয়/