
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শপথ গ্রহণের প্রাক্কালে আজ বৃহস্পতিবার সরকারপন্থি ও বিরোধীরা সমাবেশ ও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন। বিরোধীরা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাদুরো নির্বাচিত হওয়ার ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন এবং যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ রাষ্ট্র তৃতীয় মেয়াদে তার এই শপথ গ্রহণকে অবৈধ ঘোষণা করেছে।
বিরোধীদলীয় নির্বাসিত নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নিজেকে প্রেসিডেন্ট দাবি করে দায়িত্ব গ্রহণ করতে দেশে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জোর দাবি করেন, গত জুলাইয়ের নির্বাচনে তিনি জিতেছেন। আগামীকাল শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তার যে বিপুলসংখ্যক সমর্থক রয়েছে, তাদের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে সরকারপন্থি তথা মাদুরোর সমর্থকরাও রাজপথে নামার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কারাকাসে হাজার হাজার ভারী অস্ত্রে সজ্জিত সশস্ত্র পুলিশ ও সৈন্যকে আগাম মোতায়েন করা হয়েছে।
কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাঁচ মাস আগে মাদুরোর নির্বাচনি জয়ের দাবির প্রতিবাদে নৃশংস দমন অভিযানে ২৮ জন নিহত হয় এবং ২ হাজার ৪০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। সূত্র: এএফপি