
পোল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলে বেলারুশের সেনারা অবস্থান নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে, বলছেন পোল্যান্ড সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
শুক্রবারের (১০ জানুয়ারি) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আনাদোলু অ্যাজেন্সি।
জেনারেল মিজিস্লো গোকুল বলেন, ‘অস্থিরতা সৃষ্টি করতেই সামরিক আগ্রাসনের ঈঙ্গিত দিচ্ছে বেলারুশ।’
রাশিয়ার মিত্ররাষ্ট্র বেলারুশ ২০২১ সালের পর থেকেই পোল্যান্ড সীমান্তের প্রায় ৮০০ কিলোমিটার জায়গা জুড়ে দফায় দফায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে।
ত্রিমুখী যুদ্ধের অংশ হিসেবেই বেলারুশের তৎপর অবস্থান দেখা যাচ্ছে বলে বিশ্বাস পোল্যান্ডের।
বেলারুশের অবস্থানরত অভিবাসীদের এই অঞ্চলে পাঠিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মত দেশটির।
পোল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম ইউরেডিওর মতে, বেলারুশের সেনারা ‘সীমান্ত অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে’।
ভারী অস্ত্রসজ্জিত সামরিক দল শক্তিশালী কামান ও আধুনিক ড্রোনসহ বিপক্ষ সেনারা অঞ্চলটিতে অবস্থান নিয়েছে বলে জানায় তারা।
বেলারুশের সেনারা সীমান্তবর্তী জঙ্গলে বেশকিছুদিন যাবত অবস্থান নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা করছে বলে জানায় ইউরেডিও।
জানা গেছে, ইউক্রেন সীমান্তেও বেলারুশের সেনারা অবস্থান নিয়েছেন।
তবে পোল্যান্ডের দুশ্চিন্তার কারণ নেই জানিয়ে গোকুল বলেন, ‘আমাদের সেনারা সীমান্তে নিয়মিত টহল দিচ্ছেন। পরিস্থিতি সম্পর্কে তারা ওয়াকিবহাল। কোনো ধরণের ক্ষতির আশঙ্কা নেই।’ সূত্র: আনাদোলু অ্যাজেন্সি।
নাইমুর/