
জুলাই গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত ছিল না জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার (এনএসএ ) জেক সুলিভান। এ বিষয়ে ভারতেরও কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।
শুক্রবার (১০ জানুয়ারি) হিন্দুস্থান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের উদ্দেশে এক বিবৃতিতে শেখ হাসিনার পতনের পেছনে ওয়াশিংটনের ষড়যন্ত্রের দাবিকে ‘ভ্রান্ত’ আখ্যায়িত করেন সুলিভান।
সম্প্রতি এক মার্কিন নাগরিকের হত্যাকাণ্ডে দিল্লি প্রশাসনের এক কর্মকর্তা জড়িত থাকায় দুদেশের সম্পর্ক কিছুটা ‘হোঁচট’ খেয়েছে, স্বীকার করেন সুলিভান। তবে এই সম্পর্ক বেশ ‘পুরোনো ও শক্তিশালী' হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটার কোনো আশঙ্কা এই মুহূর্তে দেখছেন না তিনি।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনিক কাঠামোর প্রশংসা করতে গিয়ে এনএসএ বলেন, ‘গত চার বছরে ওয়াশিংটন-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে দুই দেশ একে অপরকে সহায়তা করছে। কূটনৈতিক কৌশলের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সহাবস্থান নিশ্চিত হয়েছে।’
আসন্ন ট্রাম্প প্রশাসনও এই ধারা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন তিনি।
হত্যাকাণ্ডে ভারতীয় কর্মকর্তা জড়িতের বিষয়ে জানতে চাইলে সুলিভান বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রশাসন ভারত সরকারের সঙ্গে কাজ করছে। আমরা এই হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই।’ সূত্র: হিন্দুস্তান টাইমস
নাইমুর/