
ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারের দোহায় যাবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান।
শনিবার (১১ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি থেকে এই তথ্য জানা যায়।
এই সফরে মোসাদপ্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গী হবেন ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সদস্য, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও রাজনীতিবিষয়ক কয়েকজন উপদেষ্টা।
তবে ডেভিড কবে কাতার যাচ্ছেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলমান ১৫ মাসের দ্বন্দ্বে যুদ্ধবিরিতি বাস্তবায়নের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। তবে এখন পর্যন্ত আশাব্যঞ্জক কোনো অগ্রগতি দেখা যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হয়েছে বলে জানা যায় বিবৃতি থেকে।
সম্প্রতি দোহা সফরে উইটকফ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে যুদ্ধবিরতি ‘ধরা ছোঁয়ার গণ্ডিতে’ এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন।
উদ্ভূত পরিস্থিতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান এই সহিংসতায় প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে ল্যাঞ্চেট জার্নালের সাম্প্রতিক জরিপ জানাচ্ছে এই সংখ্যা আরও বেশি। সূত্র: ডয়েচে ভেলে
নাইমুর/