
মায়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে বিমান হামলা করেছে ক্ষমতাসীন জান্তা সরকার। এই ঘটনায় ১৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে কাচিন প্রদেশের স্বর্ণের খনি সংলগ্ন এলাকার এক মার্কেটে এই হামলা চালানো হয়।
বার্তাসংস্থা এএফপিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্রোহীগোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেস আর্মির (কেআইএ) সদস্য কর্ণেল নাও বু।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর বেশ কয়েকবার বেসামরিক এলাকায় হামলা করেছে দেশটির সেনাবাহিনী।
নিহতদের সবাই স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও খনিতে কর্মরত শ্রমিক, বলে জানান নাও বু।
কেআইএ কয়েক দশক যাবত কাচিন প্রদেশে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী অং সান সু চিকে হটিয়ে ক্ষমতা নেয় দেশটির সেনা সমর্থিত জান্তা সরকার। পরবর্তীতে সু চিকে ক্ষমতায় পুণর্বহালের দাবিতে দেশব্যাপী মিছিল ছড়িয়ে পড়লে অহিংস আন্দোলনে হামলা করে সামরিক বাহিনী। এই হামলার জেরে মায়ানমারে তৎপর হয়ে ওঠে সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। সূত্র: এএফপি
নাইমুর/অমিয়/