
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে এবং আরও ১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জানুয়ারি) অঙ্গরাজ্যটির হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ১৬ জনকে ইটন আগুনের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং অন্য আটজনকে প্যালিসেডস এলাকা থেকে পাওয়া গেছে।
লস অ্যাঞ্জেলেসের চারপাশে এখনো তিনটি আগুন জ্বলছে।
সবচেয়ে বড় আগুনটি প্যালিসেডসে। যেটি এখন পর্যন্ত ২৩ হাজার একরের বেশি এলাকা পুড়িয়েছে। এদিকে দমকল বাহিনী এই অঞ্চলের মাত্র ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে।
দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে ইটন আগুন; যা ১৪ হাজার একরের বেশি এলাকা পুড়িয়েছে এবং এর ২৭ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে।
হুরস্ট আগুনটি ৭৯৯ একর এলাকায় বিস্তৃত এবং এটি প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনীর সদস্যরা।
গত মঙ্গলবার (৭ জানুয়ারি) শুরু হওয়া এই দাবানল এখন উল্টো দিকে মোড় নিয়েছে। এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলতে থাকা এলাকা থেকে ১ লাখ ৫ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক স্থানান্তরিত করা হয়েছে এবং আরও ৮৭ হাজার জনের ওপর স্থানান্তরিতর জন্য প্রস্তুতি রাখতে আদেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: বিবিসি
তাওফিক/