
পাকিস্তানিদের বাংলাদেশে সফরের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।
শনিবার (১১ জানুয়ারি) লাহোর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এ কথা জানান পাকিস্তানে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত ইকবাল হোসাইন।
বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা সাউথ এশিয়ান আপডেট।
এ প্রসঙ্গে ইকবাল জানান, পাকিস্তানি প্রশাসনিক কর্মকর্তাদের বাংলাদেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে ঢাকার ক্লিয়ারেন্সের ধাপটি বাতিল করা হয়েছে।
এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী বলেও আশা করেন তিনি।
বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের সহাবস্থানে জোর দিয়ে হোসাইন জানান, পরস্পরের প্রতি অর্থনৈতিক সহায়তা ঢাকা-ইসলামাবাদ জোটের গুরুত্বের বিষয় হওয়া উচিত।
গত কয়েকদশকে দুদেশের কূটনৈতিক সম্পর্ক আশাব্যঞ্জক পর্যায়ে পৌছাতে না পারলেও বাংলাদেশের ১৮ কোটি মানুষ পাকিস্তানি পণ্যের লাভজনক বাজার হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন ইকবাল।
নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বে আঞ্চলিক সহয়তার মাধ্যমে দক্ষিণ এশিয়াকে আরও শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থানের নিয়ে যাওয়ার লক্ষ্যে সার্ক পুণরুত্থানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ অনুষ্ঠানে বক্তৃতা দেন এলসিসিআইয়ের প্রেসিডেন্ট মিজান আবুজার।
২০২৩-২৪ অর্থবছরে ৭১৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের দ্বিপাক্ষিক বাণিজ্য সংঘটিত হয়েছে, জানান তিনি। সূত্র: সাউথ এশিয়ান আপডেট
নাইমুর/