
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এই অঞ্চল থেকে এখন পর্যন্ত ১ লাখের বেশি বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্য সেজে সরিয়ে নেওয়া ব্যক্তিদের ফাঁকা বাড়িতে লুটপাটে মেতেছেন কিছু সুযোগসন্ধানী ব্যক্তি।
সোমবার (১৩ জানুয়ারি) অঙ্গরাজ্যটির প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদ জানায় বিবিসি।
লস অ্যাঞ্জেলেস প্রশাসনিক প্রধান রবার্ট লুনা জানায়, দুই ব্যক্তি ফায়ার সার্ভিসের সদস্য পরিচয়ে ফাঁকা বাড়িতে চুরি করার সময় তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত বাস্তুচ্যুত এলাকায় লুটপাটের দায়ে ২৯ জনকে আটক করা হয়েছে।
রবিবার এক সংবাদ সম্মেলনে লুনা জানান, দাবানল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে তিনি ৪০০ জাতীয় নিরাপত্তা সদস্য চেয়েছিলেন। সে সময় ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজম অতিরিক্ত ১ হাজার জাতীয় নিরাপত্তা সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
প্রশাসনিক প্রধান লুনা সাংবাদিকদের বলেন, ‘আমি যখন ম্যালিবু অঞ্চলে ছিলাম, তখন এমন একজন ব্যক্তিকে দেখেছিলাম, যাকে দমকলকর্মী বলে মনে হচ্ছিল। কিন্তু দেখা গেল তিনি আসলে চুরি করতে এসেছিল। পরে তাকে আটক করা হয়েছে।’
এখন পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আগুন নেভাতে ৮৪টি বিমান ও ১ হাজার ৩০০টির বেশি ইউনিট এবং ফায়ার সার্ভিসের ১৪ হাজার সদস্য কাজ করে যাচ্ছেন, যোগ করেন লুনা।
ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) প্রশাসক ডিন ক্রিসওয়েল সংবাদমাধ্যম সিএনএনকে জানান, সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে অনেকেই তাদের বাড়ি ফিরতে চাইছেন এবং তাদের বাড়ির সবকিছু ঠিক আছে কি না, তা দেখতে চাইছেন, তবে বাতাসের গতি আবার বেড়েছে।
অন্যদিকে এলএপিডি চিফ জিম ম্যাকডনেল জানিয়েছেন, এই সপ্তাহে বাস্তুচ্যুত হওয়া বাসিন্দাদের সীমিত প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি
তাওফিক/