
থাইল্যান্ডের মন্ত্রিসভা গতকাল সোমবার একটি বিতর্কিত বিল পাস করেছে। যার মাধ্যমে ‘নির্দিষ্ট বিনোদন কমপ্লেক্সে’ জুয়াকে বৈধতা দেওয়া হয়েছে। পর্যটনশিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই বিল পাস করা হয়েছে বলে জানা গেছে।
প্রস্তাবিত এই আইন অনুসারে, এমন কিছু পর্যটন কমপ্লেক্সে ক্যাসিনোর অনুমোদন দেওয়া হবে, যেখানে থিম পার্ক, ওয়াটার পার্ক, হোটেল ও শপিং মলও থাকবে।
বর্তমানে থাইল্যান্ডে জুয়া শুধু কিছু নির্দিষ্ট রাষ্ট্র পরিচালিত ঘোড়দৌড় ও সরকারি লটারিতে বৈধ, যদিও অবৈধ বাজি ধরার ঘটনা অহরহই ঘটছে।
প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাংবাদিকদের বলেন, ‘এর উদ্দেশ্য হলো রাজস্ব বৃদ্ধি করা, থাইল্যান্ডে বিনিয়োগকে উৎসাহিত করা এবং অবৈধ জুয়া সমস্যার সমাধান করা।’ বিলটি এখন কাউন্সিল অব স্টেটে পাঠানো হবে, যা পরে সংসদে আইন প্রণেতাদের আলোচনা ও ভোটের মাধ্যমে অনুমোদিত হবে। করোনা মহামারি থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ পর্যটনশিল্পে মারাত্মক প্রভাব ফেলায় দেশটি আরও বেশি পর্যটক আকর্ষণ করতে বিভিন্ন কৌশল নিয়েছে। থাই সরকার আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে পর্যটকের সংখ্যা ৫-১০ শতাংশ বাড়বে এবং প্রায় ১৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সূত্র: রয়টার্স