
রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের মধ্যে ৩ হাজারের বেশি হতাহতের শিকার হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা। এর মধ্যে প্রায় ৩০০ জন নিহত এবং ২ হাজার ৭০০ জন আহত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার এই তথ্য জানিয়েছেন ওই আইনপ্রণেতা।
তিনি আরও জানান, উত্তর কোরীয় কর্তৃপক্ষ তাদের সেনাদের নির্দেশ দিয়েছে, আটক হওয়ার সম্ভাবনা দেখা দিলে তারা যাতে আত্মহত্যা করেন।
বন্দি বিনিময়ে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি
রাশিয়ায় বন্দি ইউক্রেনীয় সেনাদের বিনিময়ে নিজেদের হাতে বন্দি উত্তর কোরীয় সেনাদের হস্তান্তর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘আমাদের হাতে আটক কিম জং উনের দুই সেনাকে আমরা ফিরিয়ে দিতে প্রস্তুত যদি তিনি রাশিয়ার হাতে আটক আমাদের সেনাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।’
এরপর তিনি আরও সেনা আটকের হুমকি দিয়ে বলেন, ‘প্রাথমিকভাবে যেসব উত্তর কোরীয় সেনা বন্দি হয়েছে, তাদের পাশাপাশি আরও অনেক সেনা বন্দি হবে। এটা কেবল সময়ের ব্যাপার, আমাদের সেনারা তাদের আরও সেনা বন্দি করতে সক্ষম হবে।’
প্রসঙ্গত, এর আগে গত শনিবার জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার কারস্ক অঞ্চলের যুদ্ধক্ষেত্র থেকে দুই উত্তর কোরীয় সেনাকে গ্রেপ্তার করেছে ইউক্রেনের সেনারা। এটাই যুদ্ধক্ষেত্রে প্রথম জীবিত উত্তর কোরীয় সেনা আটকের খবর।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট ভিডিও শেয়ার করেন যেখানে দুজন ব্যক্তিকে উত্তর কোরীয় সেনা হিসেবে উপস্থাপন করা হয়। যাদের একজন বিছানায় শুয়ে আছেন এবং অন্যজন চোয়ালে ব্যান্ডেজ পরা অবস্থায় বসে আছেন। আটক সেনাদের একজন দোভাষীর মাধ্যমে জানিয়েছেন, তিনি জানতেনই না যে তিনি এবং তার সহযোদ্ধারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়ছেন। তিনি শুধুই জানতেন যে তাদের একটি সেনা প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। সূত্র: রয়টার্স