
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচেষ্টা চালিয়েও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনীর সদস্যরা। আজকের মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গ্রেট বেসিন এলাকার সমুদ্র উপকূলীয় বাতাস (সান্তা আনা বাতাস) তীব্র ঝড়ো বাতাসে পরিণত হতে পারে, যা দুটি বিশাল অগ্নিকাণ্ডকে আরও উসকে দিতে পারে এবং সেটি বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এই সংবাদ জানায় রয়টার্স।
আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ ডেভিড রথ জানায়, লস অ্যাঞ্জেলেসে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শুকনো, বিপজ্জনক সান্তা আনা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৮ থেকে ৮০ কিলোমিটার, তবে মঙ্গলবার তা ১২০ কিলোমিটার হতে পারে।
লস অ্যাঞ্জেলেসের দাবানল বাহিনীর প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন, ‘পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। আমরা এখনও নিরাপদ নই।’
এরই মধ্যে এই দাবানলে অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ১২ হাজারেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। এ ছাড়া এক লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ার জন্য অতিরিক্ত দুর্যোগ সহায়তা ঘোষণা করেছেন। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগ অঞ্চলে পরিদর্শনে আসার পরিকল্পনা করছেন বলে সূত্র জানিয়েছে। সূত্র: রয়টার্স
তাওফিক/