
যুক্তরাষ্ট্রে নারীদের খেলায় অংশগ্রহনে ট্রান্সজেন্ডারদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে এ বিষয়ে একটি বিল পাস হয়।
এই আইনের কারণে দেশটির নারীদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করতে পারবেন না ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদরা।
এ ছাড়া বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ক্রীড়াবৃত্তি পাবেন না ট্রান্সজেন্ডাররা।
বিলটিতে উল্লেখ করা হয়, ‘জন্মগতভাবে একজন মানুষের প্রজনন অঙ্গই তার লিঙ্গ নির্ধারণ করে দেবে।’
তবে পার্লামেন্টের উচ্চকক্ষে এই বিল অনুমোদন পাওয়ার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। সিনেটে ডেমোক্র্যাটের আধিপত্য থাকায়
রিপবালিকানদের প্রস্তাবিত এই বিল বাধার সম্মুখীন হবে বলে ধারণা করছেন তারা।
আসন্ন প্রশাসনের আধিপত্যে থাকা রিপাবলিকান পার্টি শুরু থেকেই ট্রান্সজেন্ডার ইস্যুতে বিরুদ্ধাবস্থান বজায় রেখেছে।
রিপাবলিকান আইনপ্রণেতাদের মতে, ক্রীড়াঙ্গনে নারীদের অধিকার সমুন্নত রাখতে ট্রান্সজেন্ডারদের ‘অনুপ্রবেশ’ ঠেকানো প্রয়োজন।
মঙ্গলবারের বিল পাসের পর হাউজ স্পিকার এ প্রসঙ্গে বলন, ‘হাউজের রিপাবলিকানরা আবার নারীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন।’
আলোচিত এই বিল ২১৮ ভোট পেয়ে হাউজ অব বিপ্রেজেন্টেটিভসের অনুমোদন পায়।
ট্রান্সজেন্ডারদের ‘পাগল’ আখ্যা দিয়ে এই বিলে সমর্থন জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে এলজিবিটিকিউ সমর্থকরা এই বিলের কঠোর সমালোচনা করেছেন। ক্যালিফর্নিয়া ভিত্তিক সংগঠন ইকুয়ালিটি ক্যালিফর্নিয়া এই সিদ্ধান্তের বিরোধীতা করে এক বিবৃতিতে বলে, ‘এটা ট্রান্সজেন্ডারদের অধিকার হরণের চেষ্টা ছাড়া আর কিছু নয়।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার ইস্যুতে বিতর্ক চলছে। একদল ‘নারীঅধিকার নিশ্চিত’ করতে ট্রান্সজেন্ডারদের বিপক্ষে অবস্থা নিচ্ছে। অন্যদিকে ‘সার্বিক মানবীয় মূল্যবোধ টিকিয়ে রাখতে’ জনজীবনে ট্রান্সজেন্ডারদের অন্তর্ভূক্ত করতে কাজ করছেন অনেকেই। সূত্র: এএফপি
নাইমুর/