
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ব্যাপক বেগ পেতে হচ্ছে অগ্নিনির্বাপণকর্মীদের। এর মধ্যেই আবহাওয়াবিদরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল অধ্যুষিত এলাকাগুলো ‘ফায়ার টর্নেডোর’ ঝুঁকিতে রয়েছে। এটি এমন এক বিপজ্জনক অবস্থা, যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা খুব বেশি। পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। দুইয়ে মিলে এক ‘বিশেষ বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি করেছে। এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। যদিও গতকাল বুধবার আবহাওয়ার এ পূর্বাভাসে আগুনে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি। তবে আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ইতোমধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। সম্প্রতি সান্তা আনা নামক ঝড়ো-বাতাসের কারণে বাতাসের গতি বেড়ে যাওয়ায় দাবানল আরও ছড়িয়ে পড়েছে। সূত্র: এপি