
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না দেশটির সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। এর মধ্য দিয়ে বহু বছর ধরে চলে আসা প্রথা ভাঙতে চলেছেন তিনি। মিশেল ওবামার যোগ না দেওয়ার বিষয়টি গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বারাক ও মিশেল ওবামার দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, সাবেক এ ফার্স্ট লেডি যোগ না দিলেও শপথ অনুষ্ঠানে দেখা যাবে বারাক ওবামাকে। এ প্রসঙ্গে ওবামার দপ্তর এক বিবৃতিতে জানায়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। সাবেক ফার্স্ট লেডি ওবামা আসন্ন শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না।
শপথ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট ও তাদের স্ত্রীরা যোগ দেন। এবারের অনুষ্ঠানেও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ যোগ দেবেন। আনুষ্ঠানিক কোনো বাধ্যবাধকতা না থাকলেও এ রকম প্রথা বহু আগে থেকেই চলে আসছে। সূত্র বলছে, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনও অনুষ্ঠানে অংশ নেবেন।
গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণসভাতেও অংশ নেননি মিশেল ওবামা। তিনি সে সময় হাওয়াইয়ে ছিলেন। ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালের ওই অনুষ্ঠানে বারাক ওবামা অংশ নিয়েছিলেন। উপস্থিত ছিলেন ট্রাম্প। সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও লরা বুশ যোগ দিয়েছিলেন কার্টারের অনুষ্ঠানে।
এর আগে মিশেল ওবামা খোলাখুলিভাবেই ট্রাম্পের বিষয়ে তার মনোভাব তুলে ধরেছেন। মিশেল ওবামার অভিযোগ, ট্রাম্প বিতর্কিত কথাবার্তা বলার মধ্য দিয়ে তার পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলেছেন।
প্রসঙ্গত, ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দেননি ট্রাম্প দম্পতি। সে সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনে কারচুপি হয়েছে। পাশাপাশি তিনি নির্বাচনি ফল উল্টে দেওয়ারও চেষ্টা করেছিলেন। সূত্র: সিএনএন