
সৌদি আরবে কাজের জন্য যেতে ইচ্ছুক ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করা হয়েছে। এখন থেকে ভারতীয়দের পেশাদারত্ব ও শিক্ষাগত যোগ্যতা যাচাই-বাছাই করবে সৌদি সরকার। ভারতে অবস্থিত সৌদি মিশন সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।
এ নিয়ম ছয় মাস আগে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল। এখন এটি কার্যকর হচ্ছে। দেশে যোগ্য প্রশিক্ষণ কেন্দ্রের সীমিত সংখ্যা বিবেচনা করে ভারতীয় কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং মান বজায় রাখার কৌশল হিসেবে এ নিয়ম করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এই নিয়মের ফলে ভারতের অদক্ষ কর্মীরা সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সৌদি আরবে সর্বোচ্চ প্রায় ২৭ লাখ প্রবাসী কর্মী আছেন বাংলাদেশের। দ্বিতীয় অবস্থানে প্রায় ২৪ লাখ ভারতের।