
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় যুদ্ধবিরতি ও বন্দিবনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে স্বাগত জানিয়েছন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বুধবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব।
তিনি বলেন, ‘আমি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের এই চুক্তি সম্ভব করার লক্ষ্যে তাদের নিবেদিত প্রচেষ্টার প্রশংসা করছি। এই চুক্তিতে তাদের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ছিল। আমি সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, এই চুক্তি যেন সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়।’
যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে এই মধ্যস্থতায় যিনি নেতৃত্ব দিয়েছেন সেই কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-সানি দোহায়
সংবাদদাতাদের বলেন, এই চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ হচ্ছে ৪২ দিন। এই সময়ের মধ্যে হামাস ৩৩ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেবে যারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়লের সন্ত্রাসী হামলার সময় থেকে হামাসের হাতে বন্দি হয়ে রয়েছে। এর পরিবর্তে ইসরায়েলও বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
আল সানি জানান, প্রথম পর্যায়টি বাস্তবায়িত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে।
এদিকে ১৫ মাস আগে হামাসের আক্রমণের ফলে এই সংঘাত শুরুর সময় থেকেই জাতিসংঘের প্রধান অস্ত্রবিরতি ও পণবন্দিদের মুক্তির দাবি করে আসছেন। এই সংঘাত গাজার ২০ লাখেরও বেশি অধিবাসীর জন্য মারাত্মক মানবিক সংকট তৈরি করেছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও হাজার হাজার লোক আহত হয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা
তাওফিক/