ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

চতুর্থ দেশ হিসেবে মহাকাশে ভারতের ইতিহাস

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ এএম
চতুর্থ দেশ হিসেবে মহাকাশে ভারতের ইতিহাস
মহাকাশযান ডকিং সফলভাবে সম্পন্ন করেছে ইসরো। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ে মহাকাশে মানবহীন মহাকাশযানের ডকিং সফলভাবে সম্পন্ন করেছে ভারত। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য অর্জন করল দেশটি। এই অর্জন ভবিষ্যতে ভারতের মহাকাশ স্টেশন তৈরির পথ প্রশস্ত করবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সামাজিকমাধ্যম এক্স-এ জানায়, ‘মহাকাশযান ডকিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’ ডকিংয়ের মাধ্যমে একটি মহাকাশযান মহাকাশে অপর আরেকটি যানের সঙ্গে একত্রিত হয়।

ভারতীয় মহাকাশ সংস্থা তাদের স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (স্পাডেক্স) নামের মিশনে প্রায় ২২০ কিলোগ্রাম ওজনের দুটি ছোট মহাকাশযানকে মহাকাশের একই কক্ষপথে স্থাপন করেছে। টার্গেট এবং চেজার নামের দুটি মহাকাশযান গত ৩০ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ রাজ্যের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতে তৈরি একটি পিএসএলভি রকেটে করে উৎক্ষেপণ করা হয়।

স্পাডেক্স মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির মহাকাশমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘ভারতের স্পাডেক্স মিশন মহাকাশ গবেষণায় একটি নতুন যুগের সূচনা করবে, যা ভারতের প্রযুক্তিগত দক্ষতা এবং উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করে।’

মিশনের অংশ হিসেবে ডক করা মহাকাশযানটি সংযুক্ত হওয়ার পরে তাদের মধ্যে বৈদ্যুতিক শক্তি বিনিময় করা যাবে। ভবিষ্যতের মিশনের সময় মহাকাশে রোবোটিক্স, মহাকাশযান নিয়ন্ত্রণের জন্য এটি অপরিহার্য। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এর আগে গত ৭ এবং ৯ জানুয়ারি দুবার ডকিংয়ের চেষ্টা চালিয়েছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে দুবারই পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়। আশঙ্কা করা হচ্ছিল, এই অভিযানে হয়তো লক্ষ্য পূরণের আগেই ইসরো হাল ছেড়ে দেবে এবং ডকিংয়ের চেষ্টা করা হবে না। তবে গত রবিবার এ-সংক্রান্ত পরীক্ষায় সফলতা পায় ভারত। এরপর ১৬ জানুয়ারি মহাকাশে দুটি মহাকাশযান সংযুক্ত করল ইসরো। সূত্র: এনডিটিভি, আল-জাজিরা

চীনে ভূমিধসে ৩০ জন নিখোঁজ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ এএম
চীনে ভূমিধসে ৩০ জন নিখোঁজ
চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে নিখোঁজদের খুঁজে বের করতে কাজ করছে উদ্ধারকারী দল। ছবি: সংগৃহীত

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে এই দুর্ঘটনা ঘটে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জিনপিং গ্রামের ১০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। যার ফলে ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন, যেনো নিখোঁজদের খুঁজে বের করা এবং হতাহতের সংখ্যা কমানো যায়।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের সন্ধানে কাজ করছে। সূত্র: সিসিটিভি

তাওফিক/ 

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ এএম
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত। ছবি: আল-জাজিরা

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মাঝে পূর্ব লেবাননে এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ছয়জন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ সাইট।

এ হামলার প্রেক্ষিতে, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও, ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহারে বিলম্ব করেছে। 

এর আগে ৩১ জানুয়ারি ইসরায়েল সিরিয়ার সীমান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে দুইজনকে হত্যা করে।

হিজবুল্লাহ কর্মকর্তা বিমান হামলাগুলোর কঠোর নিন্দা জানিয়ে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা

তাওফিক/ 

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি। ছবি: বিবিসি

মেক্সিকোর তাবাস্কো প্রদেশে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে এসকার্সেগা শহরের কাছেই। বাসের সঙ্গে একটি ট্রেলার গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং তা পুরোপুরি পুড়ে যায়।

ট্যুরস অ্যাকোস্টা নামক বাস অপারেটর জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। 

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট না হলেও, কর্তৃপক্ষের সঙ্গে একযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে বাস অপারেটর। তারা নিশ্চিত করেছে, বাসটি গতি সীমার মধ্যে ছিল।

তাবাস্কো প্রদেশের সরকার উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং নিহতদের শনাক্তের প্রক্রিয়া চলছে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে। সূত্র: বিবিসি

তাওফিক/ 

গাজা যুদ্ধবিরতি: আরও বন্দি মুক্তি পেলেন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ এএম
গাজা যুদ্ধবিরতি: আরও বন্দি মুক্তি পেলেন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময়ের অংশ হিসেবে তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস এবং এর বিপরীতে ইসরায়েল ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রেড ক্রসের কাছে  ওর লেভি, ওহাদ বিন আমি ও ইলি শরাবিকে হস্তান্তর করা হয়।

এ ছাড়া মুক্তি পাওয়া ফিলিস্তিনি ১৮৩ বন্দিদের বেশিরভাগকে পশ্চিম তীরের রামাল্লায় অভ্যর্থনা জানানো হয়।

তাদের প্রতিনিধি জানান, তারা সবার চিকিৎসা দরকার।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২১ জন বন্দি ও ৫৬৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী তিন সপ্তাহের মধ্যে ৩৩ জন ইসরায়েলি বন্দি ও ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, ওই ৩৩ জনের মধ্যে ৮ জন ইতোমধ্যে মারা গেছেন।

শনিবার রেড ক্রসের কাছে শরাবি, বিন আমি ও লেভিকে মধ্য গাজার দেইর আল-বালাহতে  হস্তান্তর করার সময় সেখানে সশস্ত্র যোদ্ধাদের পাহারায় অনেক মানুষ জড়ো হয়। এ সময় একটি মঞ্চে এক হামাস কর্মকর্তা ও রেড ক্রস প্রতিনিধি আনুষ্ঠানিক নথিপত্রে স্বাক্ষর করেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেন, ৪৯১ দিন নরকযন্ত্র ভোগের পর অনাহারে, কষ্টে ও দুর্দশাগ্রস্ত অবস্থায় এরা ফিরেছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও তাদের শারীরিক অবস্থার সমালোচনা করেন। তিনি হামাসকে ‘দানব’ আখ্যা দিয়ে বলেন, আমরা আবারও দেখলাম হামাস কীভাবে আচরণ করেছে। হামাস বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, সাংস্কৃতিক উপায়ে বন্দি মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অন্যদিকে ইসরায়েল ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। এদের মধ্যে ৭০ জনের বেশি দীর্ঘমেয়াদি বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। আর ১১১ জন গাজায় আটক হয়েছিলেন।

রামাল্লায় পৌঁছানোর পর সাতজন মুক্তিপ্রাপ্ত বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা সংগঠন ‘প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব’ এএফপিকে জানায়, তারা নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ।

সংগঠনটির কর্মকর্তা আবদুল্লাহ আল-জাগারি বলেন, আজ মুক্তি পাওয়া প্রতিটি বন্দিরই চিকিৎসার প্রয়োজন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে পশ্চিম তীরের আল-বিরেহ গ্রামের সাবেক মেয়র ও হামাসের নেতা জামাল আল-তাওয়িল (৬১) ও ছিলেন। তিনি ১৯ বছর ধরে দফায় দফায় ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন। তার মেয়ে বুশরা আল-তাওয়িল গত জানুয়ারিতে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান।

মেহেদী/

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম
ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৫টা ২৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

সংস্থাটি বলেছে, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা।

ভূমিকম্পের পরে কিউবার কিছু উপকূলীয় অঞ্চলে প্রায় ১০ ফুট (তিন মিটার) পর্যন্ত, হন্ডুরাস এবং কেম্যান দ্বীপপুঞ্জে তিন ফুট পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

অমিয়/