ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

প্রায় এক-চতুর্থাংশে নেমে এসেছে খেরসনের জনসংখ্যা

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম
প্রায় এক-চতুর্থাংশে নেমে এসেছে খেরসনের জনসংখ্যা
ইউক্রেনের খেরসনের অঞ্চলে রাশিয়ার সেনারা টহল দিচ্ছেন। ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী তরুণী গত নভেম্বরের শেষ নাগাদ এক ছেলেসন্তান জন্ম দেন। তিনি নিজের স্বামীর নামানুসারে সন্তানের নাম রাখেন ইভান, যিনি ২০২৩ সালে সেনাবাহিনীতে যোগদানের পর থেকে একটি ছেলেসন্তানের স্বপ্ন দেখছিলেন।

শিশু ইভান ছিল সেদিন খেরসন জেলার প্রসূতি হাসপাতালে জন্ম নেওয়া একমাত্র শিশু। খেরসন এমন একটি শহর যেখানে প্রতিদিন মানুষ জন্মের চেয়ে বেশি মারা যায় এবং যেখানের বেশির ভাগ মানুষ প্রতিদিন থাকার চেয়ে পালানোর কথা ভাবে।

স্থানীয় প্রশাসনের পরিসংখ্যান অনুসারে, গত ডিসেম্বরে খেরসনে মাত্র ১৫টি শিশু জন্মগ্রহণ করে, ২৫৬ জন মানুষ মারা যায় এবং ৩১১ জন শহর ছেড়ে পালায়।

রুশ বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞে খেরসনে মানুষ কমে ৮৩ হাজার জনে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর আগে এখানকার জনসংখ্যা ছিল ৩ লাখ ২০ হাজার। অর্থাৎ প্রায় এক-চতুর্থাংশে নেমে এসেছে এই জেলার জনসংখ্যা। এখানকার অবশিষ্ট মানুষও রুশ বাহিনীর অবিরাম গোলাবর্ষণ থেকে বাঁচতে পথ খুঁজছেন। স্থানীয় মানুষ বেসামরিকদের ওপর রুশদের এই বিরামহীন হামলার নাম দিয়েছেন ‘হিউম্যান সাফারি’। স্থানীয় বাসিন্দা এবং সরকারি কর্মকর্তাদের অভিযোগ, রুশ সেনারা কোনো শহর দখল করা মাত্রই সেখানে হিউম্যান সাফারিতে মেতে উঠছে।

গত গ্রীষ্ম থেকে রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে একটি নতুন কৌশল অবলম্বন করছে। দক্ষিণ ইউক্রেনে তারা রাস্তার গাড়ি এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে বেশ কিছু ড্রোন উড়িয়ে দিচ্ছে, এর মাধ্যমে তারা ভিডিও গেমের মতো মানুষকে অনুসরণ করছে এবং তাদের লক্ষ্য করে ড্রোন থেকে বিস্ফোরক ফেলছে। বিস্ফোরণের ফলে প্রতিদিন ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে। এ ধরনের হামলায় গত নভেম্বর এবং ডিসেম্বরে নিহত হয়েছেন ১৬ জন, আহত হয়েছেন ১৪৪ জন।

এদিকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইউক্রেনজুড়ে আরও ৫৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর দাবি, এর ৩৪টিই তারা প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন পালতোভা অঞ্চলের একটি জ্বালানি অবকাঠামোয় আঘাত হেনেছে। ফলে স্থানীয় বেশ কিছু পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ এএম
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত। ছবি: আল-জাজিরা

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মাঝে পূর্ব লেবাননে এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ছয়জন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ সাইট।

এ হামলার প্রেক্ষিতে, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও, ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহারে বিলম্ব করেছে। 

এর আগে ৩১ জানুয়ারি ইসরায়েল সিরিয়ার সীমান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে দুইজনকে হত্যা করে।

হিজবুল্লাহ কর্মকর্তা বিমান হামলাগুলোর কঠোর নিন্দা জানিয়ে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা

তাওফিক/ 

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি। ছবি: বিবিসি

মেক্সিকোর তাবাস্কো প্রদেশে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে এসকার্সেগা শহরের কাছেই। বাসের সঙ্গে একটি ট্রেলার গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং তা পুরোপুরি পুড়ে যায়।

ট্যুরস অ্যাকোস্টা নামক বাস অপারেটর জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। 

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট না হলেও, কর্তৃপক্ষের সঙ্গে একযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে বাস অপারেটর। তারা নিশ্চিত করেছে, বাসটি গতি সীমার মধ্যে ছিল।

তাবাস্কো প্রদেশের সরকার উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং নিহতদের শনাক্তের প্রক্রিয়া চলছে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে। সূত্র: বিবিসি

তাওফিক/ 

গাজা যুদ্ধবিরতি: আরও বন্দি মুক্তি পেলেন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ এএম
গাজা যুদ্ধবিরতি: আরও বন্দি মুক্তি পেলেন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময়ের অংশ হিসেবে তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস এবং এর বিপরীতে ইসরায়েল ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রেড ক্রসের কাছে  ওর লেভি, ওহাদ বিন আমি ও ইলি শরাবিকে হস্তান্তর করা হয়।

এ ছাড়া মুক্তি পাওয়া ফিলিস্তিনি ১৮৩ বন্দিদের বেশিরভাগকে পশ্চিম তীরের রামাল্লায় অভ্যর্থনা জানানো হয়।

তাদের প্রতিনিধি জানান, তারা সবার চিকিৎসা দরকার।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২১ জন বন্দি ও ৫৬৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী তিন সপ্তাহের মধ্যে ৩৩ জন ইসরায়েলি বন্দি ও ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, ওই ৩৩ জনের মধ্যে ৮ জন ইতোমধ্যে মারা গেছেন।

শনিবার রেড ক্রসের কাছে শরাবি, বিন আমি ও লেভিকে মধ্য গাজার দেইর আল-বালাহতে  হস্তান্তর করার সময় সেখানে সশস্ত্র যোদ্ধাদের পাহারায় অনেক মানুষ জড়ো হয়। এ সময় একটি মঞ্চে এক হামাস কর্মকর্তা ও রেড ক্রস প্রতিনিধি আনুষ্ঠানিক নথিপত্রে স্বাক্ষর করেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেন, ৪৯১ দিন নরকযন্ত্র ভোগের পর অনাহারে, কষ্টে ও দুর্দশাগ্রস্ত অবস্থায় এরা ফিরেছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও তাদের শারীরিক অবস্থার সমালোচনা করেন। তিনি হামাসকে ‘দানব’ আখ্যা দিয়ে বলেন, আমরা আবারও দেখলাম হামাস কীভাবে আচরণ করেছে। হামাস বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, সাংস্কৃতিক উপায়ে বন্দি মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অন্যদিকে ইসরায়েল ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। এদের মধ্যে ৭০ জনের বেশি দীর্ঘমেয়াদি বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। আর ১১১ জন গাজায় আটক হয়েছিলেন।

রামাল্লায় পৌঁছানোর পর সাতজন মুক্তিপ্রাপ্ত বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা সংগঠন ‘প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব’ এএফপিকে জানায়, তারা নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ।

সংগঠনটির কর্মকর্তা আবদুল্লাহ আল-জাগারি বলেন, আজ মুক্তি পাওয়া প্রতিটি বন্দিরই চিকিৎসার প্রয়োজন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে পশ্চিম তীরের আল-বিরেহ গ্রামের সাবেক মেয়র ও হামাসের নেতা জামাল আল-তাওয়িল (৬১) ও ছিলেন। তিনি ১৯ বছর ধরে দফায় দফায় ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন। তার মেয়ে বুশরা আল-তাওয়িল গত জানুয়ারিতে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান।

মেহেদী/

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম
ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৫টা ২৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

সংস্থাটি বলেছে, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা।

ভূমিকম্পের পরে কিউবার কিছু উপকূলীয় অঞ্চলে প্রায় ১০ ফুট (তিন মিটার) পর্যন্ত, হন্ডুরাস এবং কেম্যান দ্বীপপুঞ্জে তিন ফুট পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

অমিয়/

সাও পাওলোতে সড়কে বিমান, নিহত ২

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ এএম
সাও পাওলোতে সড়কে বিমান, নিহত ২
ব্রাজিলের সাও পাওলোতে ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ব্রাজিলের অর্থনৈতিক রাজধানী সাও পাওলোতে গত শুক্রবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। বিমানটি আকাশ থেকে মাটিতে নেমে আসে এবং সেখানকার গুরুত্বপূর্ণ সড়কে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দিয়ে পরে বিস্ফোরিত হয়।

ফায়ার সার্ভিসের প্রধান রোনাল্ডো মেলো বলেন, ছোট আকারের বিমানটি ক্যাম্পো ডে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ওই দুর্ঘটনা ঘটে। 

সড়কে বিমানটি নেমে আসার পর সেখানে অবস্থানরত বেশ কয়েকজন ব্যক্তি আহত হন। মেলোর দেওয়া তথ্যানুসারে, দুর্ঘটনায় পাইলট ও এক যাত্রী নিহত হয়েছেন। ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার সময় বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করছিল কি না, তা জানা যায়নি বলেও উল্লেখ করেছেন মেলো। ব্রাজিলে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি ছোট বিমানের দুর্ঘটনা ঘটেছে। ২০২৪ সালে ব্রাজিলে গত এক দশকের মধ্যে সর্বোচ্চসংখ্যক বিমান দুর্ঘটনা ঘটেছে। ১৭৫টি দুর্ঘটনায় মোট ৫২ জন মারা গেছেন। সূত্র: এএফপি