
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে দাবানলের কবলে পড়া প্রায় ১০ হাজার মার্কিন বাসিন্দাদের আরও অন্তত এক সপ্তাহ ঘরে ফেরা হবে না, জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির উদ্ধারকাজে নিয়োজিত কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে ভূমিধস, বৈদ্যুতিক দুর্ঘটনা ও বিষাক্ত ধোঁয়ার আশঙ্কা থেকে এ নির্দেশ দিয়েছেন তারা।
তবে এতে বিরক্ত হয়ে পড়ছেন স্থানীয়রা। যেসব এলাকায় দাবানল ক্ষতিসাধন করতে পারেনি সেখানে নিজের ঘরে ফিরতে চান বাসিন্দারা।
এ প্রসঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা রনেন মিজ বলেন, ‘অনেকেই অস্থির হয়ে পড়ছেন। তারা দ্রুত ঘরে ফিরতে চাইছেন।’
৮ দিন আগে লজ এঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেইডিস ও আল্টাডেনা এলাকায় শুরু হওয়া এই ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা ফিরতে চাইলেও পরিস্থিতি এখনোন নিরাপদ নয় জানিয়ে স্থানীয় পুলিশ সদস্য রবার্ট লুনা জানান, ‘দাবানলের কারণে বৈদ্যুতিক তার ও সুয়েজ লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে।’
এ ছাড়া যেকোনো সময় ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এই দুর্যোগে এখন পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দলগুলো।
‘আমাদের ধারণা ধ্বংসস্তূপের মধ্যে অনেক মরদেহ রয়েছে।’ , বলেন লুনা
বৃহস্পতিবার অঞ্চলটি থেকে বিষাক্ত পদার্থ সরিয়ে ফেলতে অভিযান শুরু করেছে প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষ (ইপিএ)।
এ বিষয়ে লস এঞ্জেলেসের কাউন্টি ডিরেক্টর অব পাবলিক ওয়ার্কস মার্ক পেস্ট্রেলা বলেন, ‘এই পরিস্থিতিতে ভারী বৃষ্টিপাত হলে বিষাক্ত পদার্থগুলো চারদিকে ছড়িয়ে পড়বে। তাই আমরা দ্রুত এগুলো সরিয়ে নিতে চাচ্ছি।’
এদিকে দাবানল আক্রান্ত এলাকায় চলছে লুটপাট। লুটের শিকার হয়েছেন জনপ্রিয় টেনিস খেলোয়াড় পাম শিভার। ১৬ টি ট্রফি সমেত তার ব্যক্তিগত গাড়ি চুরি হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘এমন সংকটের মধ্যেও মানুষ এসব করতে পারেন ভেবে মনটা ভেঙ্গে পড়েছে।’
এ পরিস্থিতি দ্রুত সবকিছু স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে, বলছে কর্তৃপক্ষ। সূত্র: এএফপি
নাইমুর/