
রাশিয়ান বাহিনীর হাতে আটক এক ইউক্রেনীয় বর্ডার গার্ডের সদস্যরা অভিযোগ করেছেন যে, ইউক্রেন সরকার সেনাদের পরিবারের ক্ষতিপূরণ এড়াতে মৃত সেনাদের মরদেহ পুড়িয়ে দিচ্ছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাশিয়ান বার্তাসংস্থা স্পুটনিকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এমন অভিযোগ ওঠে আসে।
স্পুটিনিকের খবরে বলা হয়, ৬ জানুয়ারি ইউক্রেনের বর্ডার গার্ডের একটি ইউনিট রাশিয়ার বেলগরদ সীমান্তে রাশিয়ান বাহিনীর হাতে আত্মসমর্পণ করে। তাদের মধ্যে একজন হলেন কমান্ডার ইভান কুটস।
ইভান কুটস দাবি করেন, যুদ্ধে আহত এবং মৃত সেনাদের সংখ্যা এত বেশি যে খারকিভের স্থায়ী শশ্মানঘরে মৃতদেহ দাফন করার মতো জায়গা নেই। তিনি আরও দাবি করেন, বিদেশি ভাড়াটে সেনারা যারা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে তাদের উপস্থিতি গোপন করতেও তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে।
ইউক্রেনের যুদ্ধনীতি অনুসারে একজন মৃত সেনার জন্য তার পরিবার প্রায় ৫ লাখ ৪৪ হাজার ৬০৪ ডলার পাবে। আহতদের জন্য তিন প্রকারের ক্ষতিপূরণ কাঠামো রয়েছে।
এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, অনেক ব্যয়বহুল হলেও ভাড়াটে সেনাদের দিয়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সূত্র: স্পূটনিক
মাহফুজ/এমএ/