ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

সেনাদের মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ ইউক্রেন সরকারের বিরুদ্ধে

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
সেনাদের মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ ইউক্রেন সরকারের বিরুদ্ধে
রাশিয়ান বাহিনীর হাতে আত্মসমর্পণ করা ইউক্রেনের এক কমান্ডার ইভান কুটস। ছবি: সংগৃহীত

রাশিয়ান বাহিনীর হাতে আটক এক ইউক্রেনীয় বর্ডার গার্ডের সদস্যরা অভিযোগ করেছেন যে, ইউক্রেন সরকার সেনাদের পরিবারের ক্ষতিপূরণ এড়াতে মৃত সেনাদের মরদেহ পুড়িয়ে দিচ্ছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাশিয়ান বার্তাসংস্থা স্পুটনিকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এমন অভিযোগ ওঠে আসে।

স্পুটিনিকের খবরে বলা হয়, ৬ জানুয়ারি ইউক্রেনের বর্ডার গার্ডের একটি ইউনিট রাশিয়ার বেলগরদ সীমান্তে রাশিয়ান বাহিনীর হাতে আত্মসমর্পণ করে। তাদের মধ্যে একজন হলেন কমান্ডার ইভান কুটস।

ইভান কুটস দাবি করেন, যুদ্ধে আহত এবং মৃত সেনাদের সংখ্যা এত বেশি যে খারকিভের স্থায়ী শশ্মানঘরে মৃতদেহ দাফন করার মতো জায়গা নেই। তিনি আরও দাবি করেন, বিদেশি ভাড়াটে সেনারা যারা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে তাদের উপস্থিতি গোপন করতেও তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে।

ইউক্রেনের যুদ্ধনীতি অনুসারে একজন মৃত সেনার জন্য তার পরিবার প্রায় ৫ লাখ ৪৪ হাজার ৬০৪ ডলার পাবে। আহতদের জন্য তিন প্রকারের ক্ষতিপূরণ কাঠামো রয়েছে।

এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, অনেক ব্যয়বহুল হলেও ভাড়াটে সেনাদের দিয়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সূত্র: স্পূটনিক 

মাহফুজ/এমএ/

 

ইউক্রেনের খনিজ সম্পদে বিনিয়োগের আহ্বান জেলেনস্কির

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ পিএম
ইউক্রেনের খনিজ সম্পদে বিনিয়োগের আহ্বান জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক মিত্রদের প্রতি তার দেশের খনিজ সম্পদে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, ইউক্রেনের খনিজ সম্পদ রয়েছে। তবে স্পষ্ট করে তিনি জানান, এই সম্পদ বিনামূল্যে কাউকে দেয়া হবে না, এমনকি কৌশলগত অংশীদারদেরও নয়। জেলেনস্কি বলেন, ‘এটি একটি পারস্পরিক অংশীদারত্ব, যেখানে বিনিয়োগ করা হবে এবং একসঙ্গে সম্পদগুলোর উন্নয়ন এবং লাভবান হওয়া যাবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে এক প্রতিবেদনে এই তথ্য জানায় এএফপি। 

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি করতে চায়, যেখানে ইউক্রেনের দুর্লভ খনিজ এবং অন্যান্য সম্পদের বিনিময়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া হবে। ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, যার মধ্যে ইউক্রেনের খনিজ সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশের খনিজ সম্পদের মূল্য প্রায় ‘ট্রিলিয়ন ডলার’ এবং ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় টাইটানিয়াম ও ইউরেনিয়ামের মজুদ রয়েছে। তিনি বলেন, ‘ইউক্রেনের জন্য এই সম্পদ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশটির নিরাপত্তার জন্য একটি গ্যারান্টি হিসেবে কাজ করে।’

ট্রাম্পের প্রস্তাব নিয়ে সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। শোলৎজ বলেছেন, ‘আমরা ইউক্রেনকে বিনিময়ে কিছু চাওয়া ছাড়াই সাহায্য করছি এবং এটি সবার অবস্থান হওয়া উচিত।’

অন্যদিকে, ট্রাম্প গত শুক্রবার জানান, তিনি সম্ভবত আগামী সপ্তাহে ইউক্রেনের বাইরে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্টও এক্সে জানান, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বৈঠক এবং আলোচনা পরিকল্পনা করছে, তবে এখনও নিশ্চিত নয়, বৈঠকটি পরবর্তী সপ্তাহে হবে কি না।

ট্রাম্প কিয়েভ ও মস্কোকে যুদ্ধ অবসানের জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বৈঠকের তারিখ নির্ধারিত হয়নি। সূত্র: এএফপি

বাসস/তাওফিক/ 

ঝগড়ার জেরে বাবার মরদেহ ২ ভাগ করার প্রস্তাব

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম
ঝগড়ার জেরে বাবার মরদেহ ২ ভাগ করার প্রস্তাব
ছবি: সংগৃহীত

দুই ভাইয়ের ঝগড়ার জেরে মৃত বাবার দেহ দুই ভাগে ভাগ করে সৎকার করার প্রস্তাব দিয়েছেন বড় ভাই। 

গত রবিবার ভারতের মধ্যপ্রদেশের তিকমগড় জেলায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে জেলার জাতারা থানার একটি গ্রামের বাসিন্দা ছিলেন ধ্যানি সিং ঘোষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার ৮৪ বছর বয়সি ওই বৃদ্ধের মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত ধ্যানি সিং তার ছোট ছেলে দেশরাজের কাছে থাকতেন। তার বড় ছেলে কিষান থাকেতেন অন্য গ্রামে। বাবার মৃত্যুর খবর পাওয়ার পরে তিনি আসেন ভাইয়ের বাড়িতে। কিন্তু শেষকৃত্য নিয়েই। বাবার পারলৌকিক কাজ  কিষান করবেন বলে জানালে সমস্যার সৃষ্টি হয়। দেশরাজও বলেন তার হাতে হবে বাবার শেষকৃত্য। কারণ মৃত্যুর আগে বাবার ইচ্ছা ছিল ছোট ছেলেই তার পারলৌকিক কাজ করবেন। পরে দুই ভাইয়ের দাবি নিয়ে ঝগড়ার একপর্যায়ে কিষান হঠাৎ বাবার দেহ কেটে দুই ভাগে ভাগ করার দাবি করেন। এমন কথায় হতবাক হয়ে যান গ্রামবাসীরা।  খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

পুলিশ কর্মকর্তা অরবিন্দ সিং ডাঙ্গি বলেন, পুলিশকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তারা গিয়ে কোনোমতে কিষানকে বুঝিয়ে সরিয়ে নিয়ে গেলে বাবার শেষকৃত্য সম্পন্ন করেন দেশরাজ। সুত্র: টাইমস অব ইন্ডিয়া

মেহেদী/

চীনে ভূমিধসে ৩০ জন নিখোঁজ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ এএম
চীনে ভূমিধসে ৩০ জন নিখোঁজ
চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে নিখোঁজদের খুঁজে বের করতে কাজ করছে উদ্ধারকারী দল। ছবি: সংগৃহীত

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে এই দুর্ঘটনা ঘটে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জিনপিং গ্রামের ১০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। যার ফলে ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন, যেনো নিখোঁজদের খুঁজে বের করা এবং হতাহতের সংখ্যা কমানো যায়।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের সন্ধানে কাজ করছে। সূত্র: সিসিটিভি

তাওফিক/ 

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ এএম
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত। ছবি: আল-জাজিরা

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মাঝে পূর্ব লেবাননে এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ছয়জন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ সাইট।

এ হামলার প্রেক্ষিতে, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও, ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহারে বিলম্ব করেছে। 

এর আগে ৩১ জানুয়ারি ইসরায়েল সিরিয়ার সীমান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে দুইজনকে হত্যা করে।

হিজবুল্লাহ কর্মকর্তা বিমান হামলাগুলোর কঠোর নিন্দা জানিয়ে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা

তাওফিক/ 

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৮ এএম
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি। ছবি: বিবিসি

মেক্সিকোর তাবাস্কো প্রদেশে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে এসকার্সেগা শহরের কাছেই। বাসের সঙ্গে একটি ট্রেলার গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং তা পুরোপুরি পুড়ে যায়।

ট্যুরস অ্যাকোস্টা নামক বাস অপারেটর জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। 

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট না হলেও, কর্তৃপক্ষের সঙ্গে একযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে বাস অপারেটর। তারা নিশ্চিত করেছে, বাসটি গতিসীমার মধ্যে ছিল।

তাবাস্কো প্রদেশের সরকার উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং নিহতদের শনাক্তের প্রক্রিয়া চলছে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে। সূত্র: বিবিসি

তাওফিক/