
যুক্তরাষ্ট্রে ২০০ জনেরও বেশি রোগীকে যৌন নিপীড়নের দায়ে ডা. ডেরিক টডের নামে এক চিকিৎসককে অভিযুক্ত করেছে ম্যাসাচুসেটসের একটি গ্র্যান্ড জুরি। এ ঘটনায় তাকে চিকিৎসা পেশা থেকে অবসর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দুই নারীকে যৌন নিপীড়ন ও দুটি ধর্ষণের ঘটনায় টডকে অভিযুক্ত করা হয়েছে।
গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, ২০১০ সাল থেকে টডের কাছে চিকিৎসা নেওয়া রোগীরা তার বিরুদ্ধে মামলায় করেছেন। মামলায় টডের বিরুদ্ধে চিকিৎসার নামে অপ্রয়োজনীয়ভাবে পেলভিক ফ্লোর থেরাপি, স্তন পরীক্ষা, টেস্টিকুলার পরীক্ষা এবং অন্যান্য অযৌক্তিক পদ্ধতি ব্যবহারের অভিযোগ করেছেন রোগীরা।
যদিও শুক্রবার (১৭ জানুয়ারি) ১০ হাজার ডলারের জামিনের শুনানির সময় টড নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এদিকে বোস্টনের আইনি পরামর্শক প্রতিষ্ঠান লুবিন অ্যান্ড মেয়ারের আইনজীবী উইলিয়াম থম্পসন জানিয়েছেন, অভিযুক্ত টডকে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ না রাখা, পাসপোর্ট ও সব মেডিকেল লাইসেন্স জমা দেওয়া, চিকিৎসা না দেওয়াসহ নতুন পাসপোর্ট বা লাইসেন্সের জন্য আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, এটি ডা. টডের বিরুদ্ধে ফৌজদারি মামলার শুরু মাত্র। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা সম্ভবত বাড়বে। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
পপি/