
ক্ষমতার শেষ প্রান্তে এসে কঠোর সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন। সর্বশেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে পড়েন বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। গাজা গণহত্যায় ব্লিঙ্কেনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর অস্থির হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার এক পর্যায়ে সাংবাদিক স্যাম হুসেইনিকে টেনে হেঁচড়ে বের করে নিরাপত্তারক্ষীরা।
শনিনার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটে।
ব্লিঙ্কেন বাইডেন প্রশাসনের নীতিমালার আত্মপক্ষ সমর্থনের এক পর্যায়ে হুসেইনি বলেন, ‘অ্যাামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে আর আপনি চাইছেন আমরা ধৈর্য ধরি?’
পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়লে নিরাপত্তারক্ষীরা হুসেইনিকে টেনে বের করে নিয়ে যান।
এ সময় ব্লিঙ্কেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই আপনাদের গণমাধ্যমের স্বাধীনতা? আপনি একটা অপরাধী, আন্তর্জাতিক অপরাধ আদলতের অধীনে আপনার বিচার হওয়া উচিত।’
আরেক সাংবাদিক ম্যাক্স ব্লুমেন্থাল ইসরায়েলের স্বার্থে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি পরিবর্তনের অভিযোগ তুলে বলেন, ‘আপনারা কেন নিয়ম নিয়ে ছেলেখেলা করলেন? এ শতাব্দীর নিকৃষ্টতম এই বর্বরতাকে কীভাবে সমর্থন করতে পারলেন আপনারা!’
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ব্লিঙ্কেন বিদায়ী বক্তব্য দেওয়ার সময় তাকে ‘গণত্যার দোসর’ আখ্যায়িত করেন আরেক সাংবাদিক। জবাবে ব্লিঙ্কেন শান্ত আচরণ করলেও নিরাপত্তাবাহিনী এই সাংবাদিককেও টেনে বাইরে নিয়ে যায়।
বাইডেন প্রশাসনের গায়ে গণহত্যার দাগ লেগে গেছে। ছাড় পাচ্ছেন না কেউ। এরই ধারাবাহিকতায় সরাসরি উত্তপ্ত সমালোচনার শিকার হলেন ব্লিঙ্কেন। সূত্র: আল-জাজিরা
নাইমুর/