
বিশ্বের অন্যতম বড় জমায়েত ভারতের কুম্ভমেলার আয়োজকরা পুণ্যার্থীদের পদদলিত হওয়া রুখতে মেলাস্থলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করছে।
বুধবার (২২ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
মেলাকেন্দ্রিক টেক অপারেশনের প্রধান সিনিয়র পুলিশ অফিসার অমিত কুমার বলেছেন, ‘আমরা চাই আধ্যাত্মিক ক্রিয়া শেষ করে প্রত্যেকেই হাসিমুখে বাড়ি ফিরে যাক।’
কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা এড়াতে এবার তারা যেসব প্রযুক্তি ব্যবহার করছেন সেগুলো তাদের জমায়েতের সঠিক জনসংখ্যা নিরূপণে সহায়তা করবে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের সুযোগ সৃষ্টি করবে।
অমিত কুমার বলছেন, ‘মেলামুখী রাস্তাতে এবং মেলাস্থলে ৩০০ ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুণ্যার্থীদের মাথার ওপর ড্রোন উড়ছে। নিয়ন্ত্রণ কক্ষ যেখানে পুলিশ অফিসারদের পাশাপাশি টেকনিশিয়ানরা অবস্থান করছেন, সেখান থেকে পুরো মেলা প্রাঙ্গণ দেখা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ক্যামেরা থেকে প্রাপ্ত চিত্রগুলো একটি এআই অ্যালগরিদমে দেওয়া হবে যা কন্ট্রোল রুমের নিয়ন্ত্রকদের সামনে প্রতিটা পথে জমায়েতের একটা সার্বিক চিত্র তুলে ধরবে।’ এই মেলা এক সপ্তাহ আগে শুরু হয়েছে এবং আগামী ছয় সপ্তাহ ধরে চলবে। সূত্র: এএফপি