
তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। আটকদের মধ্যে হোটেলের মালিকও রয়েছেন। ওই ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে ৭৬ জনের। আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (২২ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া প্রথম ভাগে আটকের তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ৪৫ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
পশ্চিম তুরস্কের বলু পর্বতমালার কার্তালকায় স্কি রিসোর্টের গ্র্যান্ড কারতাল হোটেলে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে পূর্ণ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
১২ তলার ওই হোটেলে ২৩৮ জন নিবন্ধিত অতিথি ছিলেন। রাত সাড়ে ৩টা নাগাদ হোটেলটিতে অগ্নিকাণ্ড শুরু হয়। অতিথিরা এ সময় ধোঁয়ায় ঢাকা করিডোর দিয়ে ছুটে বের হওয়ার চেষ্টা করেন। অনেকে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে জানালা দিয়ে নামার চেষ্টাও করেন।
হোটেলটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ। আগুনের ঘটনার সময় কোনো সতর্কসংকেত বেজে উঠেনি বলে জানিয়েছেন বেঁচে ফেরা ভুক্তভোগীরা। ধোঁয়ার কারণে করিডোরও অন্ধকার ছিল। সূত্র: রয়টার্স